For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

চাঁদপুর-৪ আসনে নৌকার মাঝি হতে চান তোফায়েল আহাম্মেদ

Published : Tuesday, 21 November, 2023 at 5:38 PM Count : 259

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক ছাত্রনেতা মো. তোফায়েল আহাম্মেদ ভূঁইয়া।

মঙ্গলবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেবেন তিনি। 

এর আগে সোমবার মনোনয়ন ফরম উত্তোলন করেন তোফায়েল আহাম্মেদ ভূঁইয়া।

জানা যায়, ১৯৮৪ সালে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগের নির্বাচিত সভাপতি ছিলেন তিনি। তার নেতৃত্বে উপজেলার ৩৭টি স্কুলে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তিনি ১৯৮৪-৮৫ সালে গঠিত ফরিদগঞ্জ থানা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। ১৯৮৫ সালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ১৯৮৬ সালে উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন।
পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানেও ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভাবে জড়িত ছিলেন। ১৯৮৭-১৯৮৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কিমিটিতে (হিরু-নির্মল কমিটি) সদস্য ছিলেন। এছাড়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের (হাজী মুকবুল-বাহাউদ্দিন-নাছিম কমিটি) প্রতিষ্ঠাতা সদস্য তিনি। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন।

তোফায়েল আহাম্মেদ ভূঁইয়া বলেন, ‘সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ফরিদগঞ্জবাসীকে নৌকার জয় উপহার দিতে চাই। ফরিদগঞ্জবাসীর উন্নয়নে নৌকার জয়ের কোনো বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবাইকে নৌকার সঙ্গেই থাকতে হবে। নির্বাচনে উৎসব মুখর পরিবেশ ও আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ করায় তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাই।’

সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রসঙ্গে তিনি বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবো জনগণের কল্যাণে কাজ করার জন্যে। বিশেষ করে ফরিদগঞ্জের অবহেলিত জনগণ যেন তাদের কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত না হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্যে আমি প্রাণপন চেষ্টা করবো। ফরিদগঞ্জের স্কুল-কলেজ, রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা, গভীর নলকূপ স্থাপনসহ সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি ভাবে প্রাপ্ত বরাদ্ধ সুষম বন্টন করবো। অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে সকল কার্যক্রম দুর্নীতি মুক্ত রাখবো।’

সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে তিনি আরও বলেন, ‘কথা দিচ্ছি যদি আপনাদের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের দেওয়া আমানতের খেয়ানত করবো না। ফরিদগঞ্জবাসীর কাছে আমি দোয়া ও সহযোগিতা চাই।’

ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রুপসা উত্তর ইউনিয়নের পশ্চিম গাব্দের গাঁও গ্রামের মৃত. সালামত উল্ল্যাহ ভূঁইয়ার ছেলে মো. তোফায়েল আহাম্মেদ ভূঁইয়া। তিনি প্রথম শ্রেণির ঠিকাদার, সরবরাহকারী ও আমদানিকারক। এছাড়াও তিনি ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালির বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ও ১৫ নং রুপসা উত্তর ইউনিয়নের গাব্দের গাঁও মরহুম ছালামত উল্ল্যাহ ভূঁইয়া এতিমখানা ও ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,