পাবনায় বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ |
![]() মামলা ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দুই সন্তানের জননী বিধবা ওই নারীকে (৩৫) একই গ্রামের আব্দুল গফুর (৪০) প্রায় ১ বছর পূর্বে গলায় ছুরি ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এছাড়া ওই নারীর সন্তানকে মেরে ফেলার ভয় দেখিয়ে গফুর একাধিকবার তাকে ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী তাকে বিয়ে করতে বললে গফুর নানা তাল বাহানা শুরু করে। ঘটনাটি জানাজানি হলে গফুর ৬ মাস পূর্বে এলাকা থেকে পালিয়ে যায়। কিছুদিন আগে একই ইউনিয়নের জালেশ্বর গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে বালু ব্যবসায়ী মো. আলম হোসেন (৩৫) এর সহযোগীতায় ধর্ষক গফুর এলাকায় ফিরে আসে এবং ওই নারীকে কু-প্রস্তাব দিতে থাকে। লম্পট গফুর গং ওই নারীর ক্ষতি করতে নানা ফন্দি-ফিকির শুরু করে। এরই জের ধরে গত ১৩ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে প্রকৃতির ডাকে বিধবা ওই নারী বাহিরে বের হলে আব্দুল গফুর পূর্ব থেকে ওৎ পেতে থেকে জোরপূর্বক ওই বিধবাকে ধর্ষণ করে। এসময় ওই নারীর চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসলে আব্দুল গফুর ও আলম হোসেন পালিয়ে যায়। এ সময় গফুর তার ব্যবহৃত স্যান্ডেল ও গামছা ফেলে রেখে যায়। এ ঘটনায় চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেছে ভূক্তভোগী নারী। থানা সূত্রে জানা গেছে ধর্ষিতা নারীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ধর্ষিতার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে বিষয়টি ভিন্নখাতে নিতে ২/১ টি নিউজ পোর্টালে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হচ্ছে। বিষয়টির জোর প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী ওই বিধবা নারী। পাশাপাশি তার সন্তানদের মেরে ফেলার হুমকি-ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ধর্ষিতা বিধবা নারী। আরআর/এমবি |