For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সিএনজি উল্টে প্রাণ হারালেন ২ পুলিশ সদস্য

Published : Friday, 17 November, 2023 at 3:02 PM Count : 242

ফরিদপুরেভাঙ্গায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক ও আরও তিন পুলিশ সদস্য। 

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল হোসেন (নায়েক/৮২) ও কনস্টেবল নাসির উদ্দিন (কং/২২১) । 

আহতরা হলেন, কনস্টেবল জাকির হোসেন (কং/১১৯), ইব্রাহীম সরদার (কং/১২১) ও মিথোয়াইচিং মারমা (কং/৫৩৪)। আহত অটোরিকশার চালকের নাম জানা যায়নি। 
 
পুলিশ ও ফায়ার সর্ভিস সূত্রে জানা যায়, ফরিদপুরে বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য ভোরে 
ভাঙ্গা থেকে ফরিদপুরে সিএনজিতে যাচ্ছিলেন পাঁচ পুলিশ সদস্য। পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। গুরুতর আহত হন চালক ও আরও তিন পুলিশ সদস্য। 
প্রতক্ষ্যদর্শীরা জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। হঠৎ বিকট শব্দে পুখুরিয়া বাসস্ট্যান্ডে দ্রুতগতির একটি সিএনজি উল্টে যায়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য ভেতরে আটকে পড়েন। এছাড়া সড়কে ছিটকে পড়েন একজন। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, হঠৎ বৃষ্টিতে ধুলো ও কাদায় সড়ক পিচ্ছিল হয়ে গেছে। 
 
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খাইরুল আনাম জানান, ঘটনাস্থলেই দু'জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায়। আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে। 

-এমআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,