For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

পিটার হাসকে হুমকির ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন

Published : Monday, 13 November, 2023 at 3:23 PM Count : 183


বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হকসহ সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান এম এ হাশেম রাজু বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন (সিএমএম) ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে আবেদনটি করেন।

মুজিবুল হক ছাড়াও মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছে তারা হলেন- চাম্বল ইউনিয়ন পরিষদের ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুল।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০/৫০৬/ ৩০৭/৩৫ ধারায় অভিযোগ আনা হয়েছে এবং তাদের গ্রেফতারের আবেদন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী এম এ হাশেম রাজু বলেন, ‘অদালতের বিচারকের কাছে মামলার জবানবন্দি দিয়েছি। বিচারক এ সংক্রান্ত আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।’

নথি থেকে জানা গেছে, গত ৬ নভেম্বর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেন চেয়ারম্যান মুজিবুল। যা দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।

এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। বিষয়টি গিয়ে ঠেকে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়েও।

এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,