For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

নজরদারী নেই প্রশাসনের

চলনবিলে শীতের শুরুতেই পাখি নিধন শুরু

Published : Saturday, 11 November, 2023 at 2:23 PM Count : 336


নাটোরের গুরুদাসপুরে শিকারীর খাঁচা থেকে উদ্ধার হওয়া প্রায় পাঁচশতাধিক পাখি অবমুক্ত করেছেন গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটি ও পরিবেশকর্মীরা। 

এদিকে শীতের শুরুতেই চলনবিলের পানি নামতে শুরু করায় দেশী বিদেশী হাজারো পরিজায়ী পাখি আসতে শুরু করেছে। বিলের ছোট মাছ খেতে আসা পাখিগুলোকে শিকারীরা নিষ্ঠুরভাবে শিকার শিকার করে প্রকাশ্যে বিক্রি করলেও প্রশাসনের নেই কোন নজরদারী। 

এনিয়ে জীববৈচিত্র কমিটি, পরিবেশকর্মীসহ সচেতন মহল প্রতিবাদ জানিয়েছেন।
শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বলনবিলাঞ্চলের হাজিরহাট এলাকা থেকে অভিযান চালিয়ে দুইটি বড় খাঁচা ও একটি জালে বস্তাবন্দী পাঁচশতাধিক পাখি উদ্ধার করা হয়। পরে পাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করেন গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির সভাপতি আইনজীবি এস এম শহিদুল ইসলাম সোহেল ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ছায়েমা চৌধরী বলেন, পশু পাখি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। মানুষকে বাচাঁতে হলে গাছপালা ও প্রাণীর বিকল্প নেই। তাই প্রশাসনসহ সকল সচেতন মানুষের এদের রক্ষায় এগিয়ে আসা উচিত নিজেদের স্বার্থেই। 

এবিষয়ে জানতে চাইলে গুরুদাসপুর জীববৈচিত্র রক্ষা কমিটির সভাপতি সোহেল রানা জানান,‘শুক্রবার দুপুরে হাজিরহাট এলাকা থেকে স্থানীয়রা জানায় দুইটি বড় খাঁচা ও একটি নেট (বস্তার) এর মধ্যে প্রায় পাঁচ শতাধিক পাখি কিছু অসাধু ব্যক্তি পাঁচার করে দিচ্ছে। খবর পাওয়া মাত্রই পরিবেশকর্মীদের নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় শিকারীরা পাখি ফেলেই পালিয়ে যায়। 

এসময় সাদা বক, মাছরাঙা, ভারই, ঘুঘু, বালি হাঁস, রাতচোঁরা সহ প্রায় সাত প্রজাতির ৫ শতাধিক পাখি দুইটি খাঁচা ও একটি নেটের বস্তাসহ উদ্ধার করা হয়। পরে পাখিগুলো ঘটনাস্থলেই মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে এবং প্রায় ৫০টি পাখি বস্তা বন্দী থাকার কারনে দুর্বল ছিলো। সেগুলোকে সুস্থ্য করে চাঁচকৈড় বাজার এলাকায় নিয়ে এসে অবমুক্ত করা হয়েছে। পাখি শিকার দন্ডনীয় অপরাধ। সকলেই সচেতন হলে শিকারীরা পাখি শিকার করতে পারবে না। পাখি শিকার বন্দে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে প্রশাসনের নজরদারী না থাকায় তিনি দুঃখ প্রকাশ করেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় বলেন, পাখি শিকার বন্দে তাঁরা কাজ করে যাচ্ছেন। অল্প সময়ের মধ্যেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যাবস্থা করা হবে। 

এমএ/এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,