For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

'বিএনপি কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল'

Published : Wednesday, 8 November, 2023 at 8:51 PM Count : 155

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, 'বিএনপি ক্ষমতায় এসে জনগণের স্বাস্থ্য সেবা বন্ধ করে আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে তা চালু করে। ২০০১ সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে ১০ হাজার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল।'

বুধবার দুপুরে নাটোরেসিংড়া উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন মাঠে সরকারি ভাতা সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে প্রতিবন্ধীদের জন্য সুরক্ষা আইন করেছেন। তাদের যে অধিকার তা তিনি নিশ্চিত করেছেন। তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সারা বিশ্বে প্রতিবন্ধী ব্যক্তিদের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করেছেন। সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে সারাদেশে প্রতিবন্ধীদের কম্পিউটার শিক্ষা প্রদান করা হয়েছে। অনেকে প্রশিক্ষণ গ্রহণ করে বিভিন্ন অফিসে চাকরি করছে। এখন কোনো প্রতিবন্ধী পরিবারের বোঝা নয়, তারা এখন পরিবারের দায়িত্ব নিচ্ছে। আগে একজন প্রতিবন্ধী সন্তান জন্ম নিলে মা-বাবা লজ্জা মনে করতেন। প্রধানমন্ত্রী তাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছেন।'

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী ১৯৯৮ সালে প্রতিটি গ্রামের ছয় হাজার মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক নির্মাণের চিন্তা করেন। এবং ২০০১ সালে ১০ হাজার কমিউনিটি ক্লিনিক তৈরি করলেন। কিন্তু পরবর্তীতে ২০০১ সালে আমাদের দুর্ভাগ্য আমরা ক্ষমতায় আসতে পারলাম না। বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে ১০ হাজার ক্লিনিক বন্ধ করে দেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সারাদেশে ১০ হাজার কমিউনিটি ক্লিনিকে লাখ লাখ মানুষ স্বাস্থ্য সেবা গ্রহণ করছেন। সাধারণ মানুষের জন্য ২৭ রকমের ওষুধের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।'
প্রতিমন্ত্রী বলেন, '১৪ বছর আগে সিংড়ায় বিদ্যুৎ ছিল না, সার ছিল না। কোনো উন্নয়ন ছিল না। তারা ভোট পেত কিন্তু উন্নয়ন করতো না। পরবর্তীতে ২০০৯ সালে আমরা ক্ষমতায় আসি। আপনারা আমাকে নৌকায় ভোট দিয়েছেন বলে আজ আমি এমপি-মন্ত্রী হয়েছি। আমি আপনাদের চাকর, আপনাদের ট্যাক্সের টাকায় আমার বেতন হয়। আগামী দ্বাদশ নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট নৌকায় দিয়ে উন্নয়নের ধারা বজায় রাখুন।'

১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মো. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, সহ-সভাপতি মো. খাদেমুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন আবু, রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন কুমার সরকার প্রমুখ।

-আরএ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,