For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

মাদক গ্রহণ না করার শপথ নিল ২ শতাধিক শিক্ষার্থী

Published : Wednesday, 8 November, 2023 at 7:10 PM Count : 308

মাদক গ্রহণ না করার শপথ নিল নোয়াখালীবেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী। বুধবার দুপুরে শ্রেণিকক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আয়োজিত মাদকবিরোধী জনসচেতনতামূলক সভায় এই শপথ বাক্য পাঠ করে শিক্ষার্থীরা। 

শপথ বাক্য পাঠ করান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনে সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির সদস্য মামুনর রশিদ কিরন। 

এ  সময় বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আফিফা সিদ্দিকা, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহারের কুফল নিয়ে বিষদ আলোচনা করেন। 

শিক্ষার্থীরা জানায়, আমরা অনেক কিছুই জানতাম না। আজকের প্রোগ্রামের মাধ্যমে মাদকের ক্ষতিকর বিভিন্ন দিক সম্পর্কে জানতে পেরেছি। যা ভবিষ্যতের আমাদের জীবনে কাজে আসবে। আমরা নিজেরা মাদক গ্রহণ করবো না, অন্যকেও মাদক গ্রহণ না করতে উৎসাহিত করবো।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাম্মদ আবদুল হামিদ বলেন, আজকের কিশোর শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। কিশোর-তরুণদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ও তাদের সচেতন করতে আমাদের এই উদ্যোগ।

নোয়াখালী-৩ আসনে সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মামুনর রশিদ কিরন বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই উদ্যোগটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে আমাদের আগামীর প্রজন্ম মাদকের কুফল সম্পর্কে জানতে পারবে। আশা করি কর্তৃপক্ষ ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে।

-ওয়াইএন/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,