For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

লঙ্কানদের বিপক্ষে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

Published : Saturday, 7 October, 2023 at 3:01 PM Count : 162


ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে গত ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আজ একদিকে চলছে বাংলাদেশ-আফগানিস্তানের লড়াই। অন্যদিকে অন্যদিকে শ্রীলঙ্কা মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ইতোমধ্যে প্রোটিয়া-লঙ্কান ম্যাচে টসের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।


শনিবার ম্যাচ শুরুর আগে দুপুর ২টায় দিল্লির মাঠে টসের জন্য মুখোমুখি হন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। সেখানে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক।
ম্যাচটিতে ৬ জন ব্যাটসম্যান নিয়ে মাঠে নেমেছে প্রোটিয়া বাহিনী। আর লঙ্কান বাহিনী ৪ জন ব্যাটসম্যান ও ৩ জন অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে। যেখানে দক্ষিণ আফ্রিকার রয়েছে ১ জন অলরাউন্ডার। অন্যদিকে দুদলই ৪ জন করে বোলার রেখেছে একাদশে।

শ্রীলঙ্কা একাদশ

কুশল পেরেরা, পাথুম নিসানকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেলালাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা ও দিলশান মাদুশাঙ্কা।

দক্ষিণ আফ্রিকা একাদশ:কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি ও কাগিসো রাবাদা।

এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,