For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২ লক্ষাধিক

Published : Friday, 29 September, 2023 at 7:52 PM Count : 271

ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চার জন ঢাকায় এবং চার জন সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) রয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও এক হাজার ৭৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ৫৮৪ জন এবং সারাদেশে (ঢাকা ব্যতীত) এক হাজার ২০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯৮১ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৭৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকাতে ৬৩১ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৩৪৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট দুই হাজার ৫৬ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তাদের মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৭৫৪ জন এবং সারাদেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৩০২ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৯৮১ জন। তাদের মধ্যে ঢাকাতে ৮২ হাজার ৪৭১ জন ও সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) এক লাখ ১৮ হাজার ৫১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ৯০ হাজার ৪৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৭৮ হাজার ৫৫৭ জন এবং সারাদেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল থেকে এক লাখ ১১ হাজার ৯২৩ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারাদেশে মোট নয় হাজার ৫২৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় তিন হাজার ২৮৩ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ছয় হাজার ২৪৩ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৫ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার পাঁচ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

গত বছরের ০১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয় ২৮১ জনের।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,