For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

Published : Tuesday, 26 September, 2023 at 4:33 PM Count : 324


পঞ্চগড়ে আন্ত: ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি পঞ্চগড়ের নেতারা।

মঙ্গলবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির পঞ্চগড়ের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি তুলে ধরেন অন্যান্য ক্যাডারের সাথে শিক্ষা ক্যাডারের বৈষম্যসহ নানা দিক।
শিক্ষা ক্যাডারের নেতারা জানান, প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষা ক্যাডারের কার্যপরিধি ব্যাপৃত। নবম গ্রেডের উপরের সকল গ্রেড শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত। তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের আমরা অপসারণের দাবি জানিয়ে আসলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৫১২ টি পদ শিক্ষা ক্যাডারের বহির্ভূত করে নিয়োগবিধি চূড়ান্ত করা হয়েছে।

অন্যদিকে কোন কারণ ছাড়াই পদোন্নতি বন্ধ আছে দুই বছর। এই মুহুর্তে শিক্ষা ক্যাডারে পদোন্নতিযোগ্য কর্মকর্তার সংখ্যা সাত হাজারেরও বেশি। ক্যাডার সার্ভিসে শূন্য পদ না থাকলে পদোন্নতি দেয়া যাবে না এমন কোন বিধান না থাকলেও শূন্য পদের অজুহাতে পদোন্নতি বঞ্চিত রাখা হয়েছে। অন্য ক্যাডারের মতো শিক্ষা ক্যাডারে ব্যাচভিত্তিক পদোন্নতি অনুসৃত না হওয়ায় পিছিয়ে রয়েছে শিক্ষা ক্যাডারের সদস্যরা। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের অপসারণ, প্রাপ্য ক্যাডারদের দ্রুত পদোন্নতি, ১২ হাজার ৪৪৪ টি পদ সৃজনসহ অন্যান্য ক্যাডারদের মতো সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

এই দাবিতে তারা আগামী ২ অক্টোবর সারা দেশে একদিন কর্মবিরতি পারলেন ঘোষণা দেন। অগ্রগতি না হলে আগামী ১০ থেকে ১২ অক্টোবর কর্মবিরতি পালনের হুশিয়ারি দেন তারা। 

সংবাদ সম্মেলনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি পঞ্চগড়ের সভাপতি ও মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান প্রধানসহ সমিতির সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এসআই/এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,