For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মান্দায় টাকা নিয়ে জমিতে সেচ না দেওয়ার অভিযোগ

Published : Thursday, 14 September, 2023 at 4:46 PM Count : 407

নওগাঁর মান্দায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র গভীর নলকূপের অপারেটর বাহার আলীর বিরুদ্ধে টাকা নিয়ে জমিতে সেচ না দেওয়ার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৈনম ইউনিয়নের দূর্গাপুর মধ্যপাড়া মসজিদের মোড়ে ভুক্তভোগী প্রায় ৫০ জন কৃষক এবিষয়ে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষকরা বলেন, এই গভীর নলকূপ থেকে অন্তত ৭০-৮০ জন কৃষক ১৩০ বিঘা জমিতে সেচ দিয়ে চাষাবাদ করেন। চলতি আমন মৌসুমে বিঘা প্রতি ১২০০ টাকা করে নেওয়ার পর ১ বার সেচ দিয়ে ধান লাগানোর পর আর জমিতে কোন সেচ দিচ্ছেন না অপারেটর। দিনের পর দিন ঘুরতে হচ্ছে সাধারণ কৃষকদের। এছাড়াও বিভিন্ন সময় অতিরিক্ত টাকাও নিয়ে থাকে অপারেটর বাহার উদ্দিন।

এসব বিষয়ে উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েও কোন ব্যবস্থা নেওয়া হয় না। ফলে সময়মতো সেচের পানি না পেলে উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। তাই দ্রুত কৃষকের স্বার্থে অপারেটর পরিবর্তন করে নতুন কাউকে দায়িত্ব দেওয়া ও সেই সাথে বিএমডিএ কর্তৃপক্ষকে মাঠ পর্যায়ে তদারকি বাড়ানো দাবি জানান কৃষকরা।
অপারেটর বাহার আলী গত বুধবার একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে হাজতে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

বিএমডিএ মান্দার সহকারী প্রকৌশলী এসএম মিজানুর রহমান জানান, এবিষয়ে কৃষকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে ওই এলাকার উপ-সহকারী প্রকৌশলীকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিবেদন পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএ/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,