For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

চ্যানেল আই সেরা কণ্ঠ- ২০২৩

সেমি ফাইনালে লড়ছেন কুড়িগ্রামের ফেরদৌসী

Published : Tuesday, 12 September, 2023 at 9:14 PM Count : 349

বাংলাদেশের সবচেয়ে বড় রিয়ালিটি শো ঐক্য ডট কম ডট বিডি ‘চ্যানেল আই সেরা কণ্ঠ-২০২৩’-এর সেমি ফাইনালে লড়ছেন কুড়িগ্রামের ফেরদৌসী। দেশ-বিদেশের ৩৫ হাজার প্রতিযোগীর মধ্যে সেমি ফাইনাল রাউন্ডে লড়ছেন ১৩ জন।

আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ইজাজ খান স্বপনের পরিচালনায় চ্যানেল আই’তে সেরা কণ্ঠের সেমি ফাইনাল পর্ব প্রচারের পর থেকে শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে তাকে ভোট করা যাবে।

কুড়িগ্রাম শহরের চর হরিকেশের দরিদ্র অটোরিকশাচালক মো. কুদ্দুস আলীর বড় মেয়ে ফেরদৌসী। তার মা গৃহিনী মজিরন বেগম। ফেরদৌসীর ছোট বেলা থেকেই সংগীতের প্রতি ছিল দুর্বলতা। ৭ বছর বয়সেই ব্র্যাক স্কুলে পড়ার সময় থেকেই সংগীত চর্চার পাশাপাশি স্কুল পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন শুরু করেন। পরবর্তীতে কুড়িগ্রাম ললিতকলা একাডেমিতে প্রাতিষ্ঠানিক সংগীত শিক্ষা শুরু করেন। 

শৈশব থেকেই ফেরদৌসী মূলত লোকসংগীতের শিল্পী হলেও সব ধরনের সংগীত পরিবেশন করেন। তিনি কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং মজিদা আদর্শ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সেই সঙ্গে জেলা শিল্পকলা একাডেমি, সাম্প্রতিক, প্রচ্ছদ, কুড়িগ্রাম, ভাওয়াইয়া একাডেমিসহ জেলা ও রংপুর বিভাগের ফোক শিল্পীদের সঙ্গে নিয়মিত স্টেজ প্রোগ্রাম করেন। বর্তমানে ঢাকা সরকারি সংগীত কলেজে বি মিউজিক এর লোকসংগীত বিভাগে পড়াশুনা করছেন। সেই সঙ্গে বাংলাদেশ বেতার, রংপুরের পল্লীগীতির একজন তালিকাভুক্ত শিল্পী।
তার দরিদ্র বাবা মো. কুদ্দুস আলী ফেরদৌসীর সাফল্যে বেশ খুশি। তিনি বলেন, আমার মেয়েকে এখন চ্যানেল আই এর মাধ্যমে দেশ-বিদেশের লোক চেনে। তার অসংখ্য শ্রোতা ও ভক্ত তৈরি হয়েছে। এটা আমাকে বাবা হিসেবে অনেক গর্বিত করেছে। আমি কুড়িগ্রাম জেলাসহ সারাদেশের সংগীত প্রিয় মানুষদের ফেরদৌসীর গান শুনে তাকে এসএমএস করার জন্য অনুরোধ করছি।

ফেরদৌসী বলেন, আমার স্বপ্ন সংগীত চর্চার মাধ্যমেই একজন বড় সংগীত শিল্পী হবার। এই স্বপ্ন বাস্তবায়নে চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ আমাকে একটি বিশেষ প্লাটফর্ম করে দিয়েছে। সেই সঙ্গে এই আয়োজনে বিশেষ করে প্রকল্প প্রধান, পরিচালক ইজাজ খান স্বপন, প্রধান বিচারক সামিনা চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা, বিশেষ বিচারক উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা ম্যাডাম আমাকে নানা ভাবে উৎসাহিত করছেন। সকলের দোয়া ও সহযোগিতা পেলে আমি কাক্সিক্ষত স্বপ্ন অর্জন করতে পারবো।

-ওটি/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,