For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

যমুনার পানি বৃদ্ধিতে ১৩০০ পরিবার পানিবন্দি

Published : Thursday, 31 August, 2023 at 5:34 PM Count : 120



উজানে পাহাড়ী ঢল ও প্রচুর বৃষ্টিপাতের কারণে কয়েকদিন ধরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে চরাঞ্চলের নিচু জমিগুলো তলিয়ে গেছে। প্লাবিত হচ্ছে সাধারণ মানুষের ঘরবাড়ি ফসলি জমি। পানিবন্দি হয়ে পড়েছে কমপক্ষে  এক হাজার ৩০০ পরিবার। তলিয়ে গেছে ২০৩ হেক্টর ফসলি জমি।

তবে সংশ্লিষ্টরা বলছেন, পানি বিপৎসীমা অতিক্রম করলেও ব্যাপক আকারে বন্যার আশংকা নেই। বন্যার জন্য আগাম সকল প্রস্ততি নেয়া আছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯৩ মিটার। গত ১২ ঘন্টায় পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)।

অপরদিকে একই সময়ে কাজিপুরের মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭৫ মিটার। গত ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেলেও বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)। 

এদিকে পানি উন্নয়ন বোর্ড বড় ধরনের বন্যার আশঙ্কা না করলেও যমুনার পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে জেলার যমুনা নদী তীরবর্তি কাজিপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার কমপক্ষে ৪২টি ইউনিয়নের নিন্মাঞ্চল ও চরাঞ্চলে বাড়ীঘর ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। 
 
ইতোমধ্যে চৌহালী উপজেলার ১ হাজার ১৫ এবং কাজিপুরে ২৯০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। দুর্ভোগে রয়েছে সদর উপজেলার কাওয়াকোলা, মেছড়া, কালিয়া হরিপুর, সয়দাবাদ ও শাহজাদপুরের খুকনী, কৈজুরী ও পোতাজিয়া ইউনিয়ন সহ পাঁচটি উপজেলার কয়েক হাজার মানুষ।
 
সদর উপজেলার মেছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মজিদ মাস্টার বলেন, ইতিমধ্যে চরের আবাদি জমি তলিয়ে গেছে। বাড়িতেও পানি উঠতে শুরু করেছে। এ নিয়ে তিন দফায় পানি বেড়ে চাষাবাদ ব্যহত হওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে এ এলাকার কৃষক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জানান, পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জ সদর ও কাজীপুর উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ২০৩ হেক্টর ফসলি জমি নিমজ্জিত হয়েছে। এর মধ্যে রোপা আমন ১৫৫ হেক্টর, সবজি ১৫ হেক্টর, আউশ ১২ হেক্টর, ৮ হেক্টর বীজতলা, কলা ৩ হেক্টর ও আখ ১০ হেক্টর জমি তলিয়ে গেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান বলেন, উজানে প্রচুর বৃষ্টিপাতের কারণে গত কয়েকদিন যমুনার পানি বৃদ্ধি অব্যাহত আছে। বুধবার সকালে সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। তবে কাজিপুর পয়েন্টে এখনও বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। আগামী ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে এতে ভয়ের বা আতংকের কিছু নেই। 

তিনি আরও বলেন, যমুনা নদীতে পানি বিপৎসীমা অত্রিক্রম করলেও, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ ও নদীতীর রক্ষা বাঁধ কোন প্রকার ঝুঁকিতে নেই।
 
জেলা ত্রান ও পুনরবাসন কর্মকর্তা আখতারুজ্জামান জানান, চৌহালী এবং কাজিপুরে এক হাজার ৩০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তাদের জন্য টাকা, চাল ও অন্যান্য বরাদ্দ পাঠানো হয়েছে। বন্যার আগাম প্রস্ততি হিসেবে পাঁচটি উপজেলায় ৪৩টি ইউনিয়নে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। নগদ ১৭লাখ টাকা ও ৭৪০ মেট্রিকটন চাল এবং দুই হাজার প্যাকেট শুকনো খাবার প্রস্তত রাখা হয়েছে। 

তিনি আরও জানান, আশ্রয় কেন্দ্র খোলা হলেও কেউ এখনো আশ্রয় কেন্দ্রে উঠেননি। অতিরিক্ত পানি বৃদ্ধি পেলে প্রয়োজনে তাদের আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে। 

তবে তিনি বলেন, পানি বিপৎসীমা অতিক্রম করলেও আগামী কয়েকদিনের মধ্যে পানি কমতে শুরু করবে। এতে মানুষের দুর্ভোগ কমে যাবে।

এবি/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,