For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

৩২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Published : Wednesday, 30 August, 2023 at 1:05 PM Count : 267


চাঁদপুরের হাজীগঞ্জে লাবলু (৫৫) নামের এক ব্যক্তি যাবজ্জীবন সাজা এড়াতে ৩২ বছর আত্মগোপনে ছিলেন। অবশেষে হাজীগঞ্জ থানা পুলিশ পলাতক এ আসামিকে ধরতে সক্ষম হয়েছে। 

বুধবার দুপুরে সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের চাষার এলাকায় অভিযান চালিয়ে লাবলুকে গ্রেফতার করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিছবাহুল আলম চৌধুরী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পলাশ মজুমদার। তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে হাজীগঞ্জের শ্রীপুর গ্রামে জহির পাটওয়ারী নামের এক ব্যক্তিকে জবাই করে লাশ গুম করা হয়। ওই ঘটনায় লাবলুসহ পাঁচ জনকে আসামি করে ১৯৯১ সালের ২৩ ফেব্রুয়ারী হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি লাবলুসহ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাকেসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এই ঘটনায় দুইজন উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন এবং তিনজন পলাতক ছিলেন।

পলাতক আসামিদের মধ্যে লাবলু নাম-পরিচয় গোপন ও ঠিকানা পরিবর্তন করে বিভিন্ন স্থানে বসবাস করে আসছিলেন। এভাবেই ৩২ বছর তিনি আত্মগোপনে ছিলেন। 

সবশেষ সদর কোর্ট, চাঁদপুর প্রসেস নং- ২১১৫/২৩ এর জিআর যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত আসামী লাবলুকে ধরতে হাজীগঞ্জ থানা পুলিশ উদ্যোগী হয়ে নজরদারি অব্যাহত রাখে। 

এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহযোগিতায় অবস্থান নিশ্চিত করে নারায়নগঞ্জের চাষার এলাকাে থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার অপর দুই আসামি এখনো পলাতক রয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আসামি লাবলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএইচ/এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,