For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নির্বাচনে দেশের অর্থনীতিতে কোন প্রভাব পড়বে না: পরিকল্পনামন্ত্রী

Published : Wednesday, 30 August, 2023 at 12:27 PM Count : 166


পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, নির্বাচনে দেশের অর্থনীতিতে কোন প্রভাব পড়বে না ৷ সব নরমাল চলবে ৷ নির্বাচনে আরও দেশের আয় হয়। ব্যবসায়ীরা ভালো ব্যবসা করে, মানুষ আনন্দ করে, প্রার্থীরা টাকা খরচ করে। তবে প্রভাব পড়ার একটাই কারণ যদি নির্বাচনের নামে কেউ নাশকতামূলক কাজ করে৷ রাস্তাঘাট, অফিস আদালত, রেললাইনে আক্রমণ করে,  চোরাগলি পথে আন্দোলনের নামে উশৃংখলতা বিশৃঙ্খলতা সৃষ্টি করে তবে অবশ্যই আমাদের যে উন্নয়ন হয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হবে৷ 

বুধবার সকাল ১০ টায় শান্তিগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে রাজস্ব খাতের আওতায় ডাবরস্থ মহাসিং নদীতে ১ লক্ষ ৭০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির ৪২৫ কেজি পোনামাছ অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ 

নিত্যপণ্যের বাজার সম্পর্কে মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ বলতে কোন কিছু নাই ৷ এটাকে সহনীয় রাখা দরকার ৷ নিত্যপন্যের দাম কিছু কমেছে ৷ তেলের দাম স্থিতিশীল, পেঁয়াজে সামান্য ডিস্টার্ব করেছিল আমরা সেটা ঠিক করেছি। সার্বিকভাবে ছয়মাস আগের বাজার যে অবস্থায় ছিল তারচেয়ে এখন সামান্য কম আছে। তবে আরও কমানো দরকার। আমরা কাজ করছি৷ 
পোনামাছ অবমুক্তকরণে এসময় উপস্থিত ছিলেন অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী পরিচালক সিমা রানী বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, হ্যাচারী কর্মকর্তা মনিরুজ্জামান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদসহ আরও অনেকে৷ 

এরআগে সকাল সাড়ে ৯ টায় শান্তিগঞ্জস্থ মৎস্য হ্যাচারী পরিদর্শন ও উপকারভোগীদের মাঝে মাছের পোনা বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। 

এসএইচ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,