For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বিএনপি নির্বাচন নিয়ে পুতুল নাচ শুরু করেছে: নানক

Published : Saturday, 26 August, 2023 at 4:45 PM Count : 278

বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে পুতুল নাচ শুরু করেছে। এই পুতুল নাচ করে লাভ নেই। বিএনপির বন্ধুরা এখনও সময় আছে, খালেদা জিয়া একজন দন্ডপ্রাপ্ত আসামি, তারেক জিয়া একজন পালাতক আসামী, তারা কোনদিন নির্বাচন করতে পারবে না। খালেদা জিয়া এবং তারেক রহমান কোনদিনই ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং বিএনপির বন্ধুরা আপনাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করে বিএনপিকে গণতান্ত্রীক ধারায় নিয়ে আসুন। তাহলে বিএনপির শেষ রক্ষা হওয়ার সুযোগ রয়েছে। গণতন্ত্রের পথে নির্বাচনের পথে না এসে অবার আব্দুর রহমান, বাঙলা ভাই জঙ্গি জেএমবি তৈরী করে কুলাউড়ায় গোপনে ট্রেনিং দেওয়াবেন? নির্বাচনকে বাধাগ্রস্থ করার জন্য অস্ত্র ঠেকিয়ে সন্ত্রাস করবেন? তা আর হবে না। এই দেশ আমাদের, এই দেশ আপনাদের, এই দেশের জন্য আমরা রক্ত দিয়েছি। তাই স্বাধীনতা রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে শিল্পকলা মিলনায়তনে মৌলভীবাজার জেলা পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট মাস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল বিএনপি। মাত্র তিন হাজার মেঘাওয়াট বিদ্যুৎ ছিল। বিএনপির আমলে বিদ্যুৎ কবে আসবে সেই খবর মানুষ জানতে চাইতো। আজকে বাংলাদেশে শেখ হাসিনার সরকার ২৫ হাজার বিদ্যুৎ উৎপাদন করছে। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে নিরাপদে বিদেশে পাঠিয়েছে, এর মাধ্যমে প্রমাণিত হয় জিয়াউর রহমান এই খুনে জড়িত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য তারেক রহমান ২১ আগস্টে গ্রেনেড হামলা করেছে। যেই গ্রেনেড পাকিন্তান আর্মি ব্যবহার করে, সেই গ্রেনেড দিয়ে হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করেছে।

জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার মো. মনজুর রহমান, স্থানীয় সরকার উপ পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবদুল হক, পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট মাস স্মরণে জেলা পরিষদ ছাত্রছাত্রীদের এককালিন ২৫ লক্ষ টাকার বৃত্তি, একশত সেলাই মেশিন, ২৫ লক্ষ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ ও কম্পিউটার প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান করেন।

এসএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,