For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকলের মাড়াই শুরু শুক্রবার

Published : Thursday, 29 December, 2022 at 1:47 PM Count : 213

এক হাজার ৮৬৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকলের মাড়াই আগামীকাল শুক্রবার বেলা ৩টায় শুরু হবে।  

জয়পুরহাট চিনিকলের ২০২২-২৩ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন উপলক্ষে চিনিকল প্রাঙ্গণে আখচাষি ও শ্রমিক-কর্মচারী সমন্বয়ে এক সুধী সমাবেশ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু। বিশেষ অতিথি থাকবেন বিএসএফআইসির পরিচালক (অর্থ) ও যুগ্ম সচিব খন্দকার আজিম আহমেদ এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান। 

জয়পুরহাট চিনিকলের এটি ৬০তম আখ মাড়াই মৌসুম। আখ মাড়াই মৌসুম শুরু উপলক্ষে জয়পুরহাট চিনিকলের অধীন ১০টি সাব জোনের আখ ক্রয় কেন্দ্রগুলো ইতোমধ্যে মেরামত ও সংস্কার  করা হয়েছে। অন্যান্য ফসলের দামের সঙ্গে সঙ্গতি রেখে আখের মূল্যও বাড়িয়েছে সরকার। এবার  মিলগেটে আখের মূল্য নির্ধারণ করা হয়েছে পার মেট্রিক টন ৪ হাজার ৪৫০ টাকা এবং বাইরের ক্রয় কেন্দ্রের জন্য ৪ হাজার ৪৪০ টাকা। আখের মূল্য বাড়ানোর ফলে আখ চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন বলে জানান জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক  কৃষিবিদ মো. আখলাছুর রহমান। 
২০২২-২০২৩ মাড়াই মৌসুমে  ২৫ দিন মিল চালু থাকবে এবং চিনি আহরণের শতকরা হার ধরা হয়েছে ৬ দশমিক ২ ভাগ। এতে এবার ৩০ হাজার ১০০ মেট্রিক টন আখ মাড়াই করে এক হাজার ৮৬৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জয়পুরহাট চিনিকল কর্তৃপক্ষ।
 
এ ছাড়াও দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে চলতি ২০২২-২০২৩ আখ রোপণ মৌসুমে ৬ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ইতোমধ্যে এক হাজার ৫৪০ একর জমিতে আখ রোপণ সম্পন্ন হয়েছে। রোগ বালাই মুক্ত আখ উৎপাদনের লক্ষ্যে ১০টি সাব জোনে  আড়াই শতাধিক আখচাষিকে এবার  প্রশিক্ষণ প্রদান করার রয়েছে বলে জানান জয়পুরহাট চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ মো. তারেক ফরহাদ।

চিনিকল সূত্র জানায়, আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকারি সহায়তা হিসাবে গত আখ রোপণ মৌসুমে এক কোটি ৯০ লাখ টাকা ঋণ সুবিধা প্রদান করা হয়েছে। ঋণপ্রাপ্ত আখ চাষির সংখ্যা হচ্ছে ২ হাজার ৭০০ জন। এর মধ্যে রয়েছে সার ও উন্নত মানের আখ বীজসহ  অন্যান্য উপকরণ। আখ মিলে সরবরাহ করার পর ঋণের টাকা পরিশোধ করতে হয়। ফলে ঋণ পরিশোধ করার জন্য আখচাষিদের কোন বাড়তি চাপ থাকে না। গত ২০২১-২০২২ মাড়াই মৌসুমে ২১ হাজার ৪৪৯ মেট্রিক টন আখ মাড়াই করে এক হাজার ১৬২ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছিল বলে জানান জয়পুরহাট চিনিকলের ব্যবস্থপানা পরিচালক মো আখলাছুর রহমান।   

এসআই/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,