For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রংপুর সিটি নির্বাচনে লাঙ্গলের জয়লাভ

Published : Wednesday, 28 December, 2022 at 9:53 AM Count : 334

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ২২৯টি কেন্দ্রে প্রায় দেড় লাখ ভোট পেয়ে দ্বিতীয়বার জয়লাভ করেন তিনি। 

রংপুর শিল্পকলা একাডেমির হলরুমে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন সরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

মোস্তাফিজার রহমান মোস্তফা এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ও আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ২২ হাজার ৩০৬ ভোট।

বিজয়ের ফলাফল পেয়েই নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। লাঙ্গলের স্লোগানে ভারি হয়ে ওঠে রংপুর শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ। আনন্দ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করা হয়। 
নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করেন জাতীয় পার্টি থেকে আবারও নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে। এ সময়ে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। 

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আনন্দমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। ইভিএমের যন্ত্রের ত্রুটির কারণে মঙ্গলবার রাত পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে শিল্পকলা একাডেমিতে ফলাফল ঘোষণা করা হয়। 

প্রথমবারের মতো রংপুর সিটিতে প্রত্যেকটি ভোটকেন্দ্রে ইভিএমে ভোট প্রদান করেন ভোটররা। নগরীর ৩৩টি ওয়ার্ডের ২২৯টি কেন্দ্রে ভোটাররা ভোট দেন। মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ১৬৬ জন, পুরুষ ২ লাখ ১২ হাজার ৩০৩ জন এবং হিজড়া ভোটার রয়েছে ১ জন।

এলওয়াই/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,