For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

'প্রশিক্ষণের পাশাপাশি জনগণের কাছাকাছি যেতে হবে'

Published : Tuesday, 27 December, 2022 at 11:03 PM Count : 404

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, 'শীতকালীন প্রশিক্ষণের পাশাপাশি সেনাবাহিনীকে জনগণের কাছাকাছি যেতে হবে। মানুষের উপকার করতে হবে। এটা প্রধানমন্ত্রী আমাকে সুস্পষ্ট ভাবে বলেছেন। আমরাও চেষ্টা করছি জনকল্যাণকর কাজ করতে।'

মঙ্গলবার সকালে দিনাজপুরেঘোড়াঘাট উপজেলার ডুগডুগির হাট ও ফুলবাড়ী উপজেলার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক হাজার ৮০০টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ চিকিৎসা সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, 'প্রতি বছরের ন্যায় বাংলাদেশ সেনাবাহিনী এখন শীতকালীন প্রশিক্ষণে নিয়োজিত আছে। আমরা যখন প্রশিক্ষণের জন্য বাইরে আসি তখন জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করি। আজকে আমরা অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা আশা করছি আমাদের শীতকালীন প্রশিক্ষণ শেষ করার মধ্যে প্রায় লক্ষাধিক কম্বল আমরা সারাদেশে বিতরণ করতে পারব।'

তিনি বলেন, 'আমরা গভীর ভাবে বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী সাফল্য অর্জন করতে হলে যুদ্ধ ক্ষেত্রে অবশ্যই জনগণের সহায়তা দরকার। নগরায়ণের ফলে আগের মত ফাঁকা জায়গাতে প্রশিক্ষণ নেয়ার সুযোগ কমে গেছে। তাই আগের চেয়ে এখন জনগণের সঙ্গে সেনাবাহিনীর সম্পৃক্ততা বেড়েছে।'
তিনি আরও বলেন, 'শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়,গরীব, দুঃখী মানুষের মাঝে ফ্রি-মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করছে। ডায়াবেটিক, হাইপার টেনশন, সংক্রমিত চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে পরামর্শ এবং ওষুধ প্রদান করা হচ্ছে। এছাড়াও গবাদিপশুর চিকিৎসাসহ দেশের বিভিন্ন স্থানে কৃষি সামগ্রী বিতরণ করা হচ্ছে।'

এ সময় কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার বগুড়া মেজর জেনারেল খালেদ-আল-মামুন এবং জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া রংপুর মেজর জেনারেল ফয়জুর রহমান, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১১ পদাতিক ডিভিশন ও ৬৬ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন। 

-এএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,