For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বিশ্বকাপের পর বিতর্ক আর্জেন্টিনা-ফ্রান্সে

Published : Sunday, 25 December, 2022 at 9:24 AM Count : 253

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর উদযাপনের সময় ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের উদ্দেশে ‘বর্ণবাদী' গান ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে । এ নিয়ে যথারীতি ক্ষোভ ছড়িয়ে পড়েছে ফ্রান্সে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার একদল সমর্থক দেশটির রাজধানী বুয়েনোস আইরেসে  কফিন আকৃতির একটি কাপবোর্ড নিয়ে উল্লাস করছে যেখানে কিলিয়ান এমবাপ্পের ছবি রয়েছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার এক সমর্থক কালো কাপড়ের একটি পুতুল নিয়ে নাচছেন। সেই পুতুলের গায়ে লেখা এমবাপ্পের নাম। 

মূলত এই ভিডিও দুইটি ছাড়া বুয়েনোস আইরেসে প্রায় ৫০ লাখ সমর্থকের উদযাপনে আর কোন ধরনের বর্ণবাদী আচরণ দেখা যায়নি।

বিচারের আশ্বাস ফ্রান্সের ফুটবল ফেডারেশনের 
ভিডিওগুলোতে করা মন্তব্যে অনেকেই এই ধরনের উল্লাসকে ‘বর্ণবাদী' বলে উল্লেখ করেছেন। এদিকে ফরাসি দলের দুই কৃষ্ণাঙ্গ খেলোয়াড় কিংসলে কোমান এবং আউরেলিয়েন শোয়ামেনি টাইব্রেকারে পেলান্টি শট মিস করার পর তাদের উদ্দেশেও বর্ণবাদী মন্তব্য করেছেন কয়েকজন।
এই ঘটনার পর ফ্রান্স ফুটবল ফেডারেশন বিষয়টির নিন্দা জানাতে ভুল করেনি। ঘটনাটিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদী এবং ঘৃণাসূচক আচরণ উল্লেখ করে এমন মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা।

দেশটির ক্রীড়ামন্ত্রী ঘটনাটিকে লজ্জাজনক মন্তব্য করে বলেন, ‘ফুটবলসহ কোনো ক্ষেত্রেই এমন আচরণের সুযোগ নেই।’

বিতর্কে আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ
এদিকে ফরাসি গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে আর্জেন্টিনার সমর্থকরা ফরাসি খেলোয়াড় বিশেষ করে এমবাপ্পেকে আক্রমণ করে গান গাইছে।

আর ফ্রান্সের সংবাদমাদ্যম লা ফিহারোর জানায়, ‘বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দল দেশে ফেরার পর এমবাপ্পের বিরুদ্ধে এমন আচরণ বাড়তে থাকে।’ পত্রিকাটি এজন্য আর্জেন্টিনার গোলকিপার এমিলিও মার্টিনেজের সমালোচনা করেছে। আর্জেন্টাইন এই গোলকিপার গানের মাধ্যমে ড্রেসিংরুমে সতীর্থদের এমবাপ্পের জন্য এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান। 

পত্রিকাটি আরো জানায়, আর্জেন্টিনার রাজধানীতে বিজয়প্যারেডের সময় ডায়াপারে একটি শিশুর পুতুল দেখায় মার্টিনেজ। পুতুলটিতে এমবাপ্পের ছবি আঁকা ছিল। তার পাশে বসে ছিলেন লিওনেল মেসি।       

তবে পত্রিকাটি মার্টিনেজের এমন আচরণের জন্য এমবাপ্পেকেও কিছুটা দায়ী করেছে। লিখেছে,’সম্ভবত দক্ষিণ অ্যামেরিকার ফুটবল নিয়ে করা এমবাপ্পের সমালোচনা এখন তার দিকে বুমেরাং হয়ে ফিরে আসছে।’

গত মে মাসে এক সাক্ষাৎকারে ‘দক্ষিণ অ্যামেরিকার ফুটবল ইউরোপের মতো উন্নত নয়’, এমন মন্তব্য করেছিলেন এমবাপ্পে। কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের ফাইনালের আগে তার এই মন্তব্যের সমালোচনা করেছিলেন মার্টিনেজ। তিনি বলেছিলেন, ‘ ফুটবল নিয়ে তার (এমবাপ্পে) জ্ঞান সামান্য। সে কখনো দক্ষিণ অ্যামেরিকায় ফুটবল খেলেনি। আপনার যদি জ্ঞান না থাকে তাহলে কথা না বলাই ভালো।’

তবে বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারের জয়ের পর মার্টিনেজই প্রথম এমবাপ্পেকে সান্ত্বনা জানিয়েছিলেন।

মেসির জার্সি দিয়ে দরজার পাপোশ
এদিকে দক্ষিণ আ্যামেরিকার বিভিন্ন সংবাদমাধ্যমও আর্জেন্টিনার রাজধানীতে বিজয় উদযাপনের সময় ‘বর্ণবাদী' আচরণের বিষয়টি তুলে ধরেছে। সেইসাথে ফ্রান্সে ঘটা এমন কিছু আচরণের বিষয়টিও নজর এড়ায়নি তাদের। 

আর্জেন্টিনার ইন্টারনেট পোর্টাল ইনফোবাতে প্রকাশিত এক খবরে দেখানো হয়, ফ্রান্সের সমর্থকরা দেশটির রাজধানী প্যারিসে আর্জেন্টিনার পতাকা পোড়াছে।

তাছাড়া পোর্টালটির আরেক খবরে বলা হয়, প্যারিসে একটি পাবের দরজার মেঝেতে মেসির একটি জার্সি রাখা। আর এর পাশে লেখা, ‘প্রবেশের সময় আপনার পা মুছতে ভুলবেন না।’  সূত্র: ডয়েচে ভেলে।

এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,