For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পঞ্চগড়ের চায়ের তুলনায় সিলেটের চায়ের চাহিদা বেশী

Published : Wednesday, 21 December, 2022 at 8:21 PM Count : 169

মৌলভীবাজারেশ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে চলতি অর্থবছরের ১৭তম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয় বিটিআরআই টি. যার কেজি প্রতি বাজার মূল্য ছিল ৩৪০ টাকা। এছাড়া সাবারি টি প্লান্টেশনের গ্রীনটি প্রতি কেজি বিক্রি হয় ৯৬০ টাকা।

বুধবার শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী অফিস জেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ নিলাম অনুষ্ঠিত হয়।

নিলামে শ্রীমঙ্গলের চারটি ব্রোকারস হাউজ মিলিয়ে প্রায় ৪৫ জন বায়ার অংশগ্রহণ করেন। এতে এক লাখ ৪৩ হাজার ১৮১ দশমিক ১০ কেজি চা পাতা নিলামে ওঠে, যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৮৬ লাখ ৩৬ হাজার ২২০ টাকা।

এর আগে গত ১৬তম নিলামে এক লাখ ৪১ হাজার ৭৪ দশমিক ৩০ কেজির উপরে ওঠলেও বিক্রি হয় ৪৪ হাজার ৫৩১ দশমিক ১০ কেজি। যার মূল্য ৮১ লাখ ৭৩ হাজার ৯৫৮ দশমিক ২৮ টাকা। গড় বিক্রয় মূল্য ছিল ১৮৩ দশমিক ৫৬ টাকা প্রতি কেজি।
শ্রীমঙ্গল ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ অবজারভারকে বলেন, ‘১৭তম চা নিলামে এক লাখ ৪৩ হাজার কেজি চা অপার ছিল। ভালো চা পাতা রয়েছে, তার দামও বেশী। আজকে চায়ের বাজার দর গড় দুই কোটি টাকার উপরে। ভালো চায়ের চাহিদা বেশী। আজকে সর্বোচ্চ দামে বিক্রি হয় বিটিআরআই টি। যার প্রতি কেজি বাজার মূল্য ছিল ৩৪০ টাকা। আমরা আশা করি বাগান থেকে যদি এখানে ভালো চা পাতা অপারিং করা হয় তাহলে ভালো দাম পাওয়া যাবে।’ 

তিনি বলেন, ‘পঞ্চগড়ের চা পাতা আমাদের এখানে খুব কম অপারিং হয়। কোন কোন বিক্রয়ে থাকে আবার কোন কোন সময় থাকে না। পঞ্চগড়ের চায়ের তুলনায় আমাদের সিলেটের চায়ের চাহিদা বেশী। পঞ্চগড়ের চায়ের লিকার কম থাকায় এখানে বাজার তেমন একটা ওঠে না। যদিও ওদের চা উৎপাদন বেশী কিন্তু বাজারে চাহিদা কম।’

মনিরুল ইসলাম বলেন, ‘গত নিলাম থেকে ভালো ভালো চায়ের দাম অনেক বেশী গেছে। গুনগত মান এখন তেমন খারাপ না। ভালোই রয়েছে।’

ঢাকা থেকে আসা মো. মনিরুজ্জামান অবজারভারকে বলেন, ‘আমরা ঢাকা থেকে এখানে আসছি, চায়ের নিলামে। আমরা একটা চায়ের বিজনেস চালু করেছি। এখানে ১০০ ধরনের চা রয়েছে, চায়ের ধরণ ও কোয়ালিটি দেখে বোঝা যায় এখানে উন্নত ধরনের চা পাতা রয়েছে। আমাদের চায়ের বর্তমান বাজার মূল্য যদি ধরি, অন্যান্য দেশের তুলনায় কমই রয়েছে। কিন্তু আমাদের দেশের তুলনায়, বর্তমান প্রেক্ষাপটে একটু বেশী রয়েছে। তাছাড়া চায়ের ধরণ অনুযায়ী সব দামেরই চা পাতা এখানে পাওয়া যায়। আমরা কিনতে আসছি, তবে চায়ের দাম আগের তুলনায় একটু বেশী। তাছাড়া আমাদের বাংলাদেশে চায়ের গুণগত মান অনেক অনেক ভালো। বাংলাদেশের চা বাহিরেও রপ্তানি হচ্ছে।’

-আরএ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,