For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নিরাপদ পদ্ধতিতে সবজি চাষে আগ্রহ বাড়ছে চাষীদের

Published : Wednesday, 21 December, 2022 at 8:03 PM Count : 175

টাঙ্গাইলেমির্জাপুরে জৈব সার ও বালাইনাশক ব্যবহারের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদনে আগ্রহ বাড়ছে সবজি চাষীদের। উপজেলার বাঁশতৈল ইউনিয়নে বিভিন্ন ফসলের মাঠ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সবজি উৎপাদনের জন্য চাষীরা ফসলের ক্ষেতে পোকা দমনে সেক্স ফেরোমন ফাঁদ হলুদ কার্ডসহ জৈব বালাইনাশক বিভিন্ন উপকরণ ব্যবহার করছেন। এছাড়া উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে নিরপাদ ফসল উৎপাদনের জন্য কৃষকদের নতুন নতুন পরিবেশবান্ধব প্রযুক্তি শেখানো হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সমন্বিত বালাইনাশক ব্যবস্থাপনা (আইপিএম) পদ্ধতিতে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের অধীনে ২০টি গ্রুপে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের ৫০০ কৃষক ১০০ একর জমিতে ফসল উৎপাদন শুরু করেছেন। এই পদ্ধতিতে কৃষকরা বর্তমানে লাউ, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, শশা, শালগম ও টমেটো চাষ করেছেন। পরবর্তীতে খরিপ-১ মৌসুমে একই পদ্ধতি ব্যবহার করে বেগুন, চালকুমড়া, চিচিঙ্গা, ঝিংগা জাতীয় সবজি উৎপাদন করার পরিকল্পনা রয়েছে কৃষকের।

বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামের কৃষক শাহিন জানান, তিনি পরিবেশবান্ধব উপায়ে ৬০ শতাংশ জমিতে লাউ চাষ করেছিলেন। ইতোমধ্যে এক লাখ ২০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। রাসায়নিক সার ব্যবহার ও পোকা নিধনের কীটনাশক ব্যবহার না করে পরিবেশবান্ধব উপায়ে চাষাবাদ করায় যেমন উৎপাদন বেড়েছে অপরদিকে ব্যয় কমেছে। সেই সঙ্গে মানুষের কাছে নিরাপদ সবজি পৌঁছে দেয়া সম্ভব হয়েছে।
একই ইউনিয়নের হরতকিতলা গ্রামের কৃষক লাল মিয়া জানান, এই পদ্ধতিতে তিনি মিষ্টি লাউ চাষাবাদ শুরু করেছেন। এতে পোকা নিধনের জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা অধিকতর কার্যকর। আগামীতে এই পদ্ধতি অবলম্বন করে আমাদের সমস্ত জমিতে চাষাবাদ করবো। কারণ এই পদ্ধতিতে চাষাবাদ করতে কৃষি কর্মকর্তারা আমাদের সব ধরনের সহযোগিতা করে থাকেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল জানান, প্রকল্পের আওতায় আইপিএম মডেল ব্যবহার করে চাষাবাদ করতে কৃষকদের সবজি বীজ, চারা গাছ, জৈব সার, মালচিং সিট, সেক্স ফেরোমেন ফাঁদ ও বিভিন্ন ধরনের আঠালো ফাঁদসহ অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকদের ভালো সাড়া পাচ্ছি। আশা করছি আগামীতে সারাদেশে এই মডেল অনুসরণ করে নিরাপদ ফসল উৎপাদন সম্ভব হবে।

-এমএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,