For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

চালকে হত্যার প্রতিবাদে ইজিবাইক ধর্মঘট

Published : Sunday, 4 December, 2022 at 3:16 PM Count : 117

দিনাজপুরে ইজিবাইক চালককে হত্যার প্রতিবাদে ও অপরাধীদের গ্রেফতারের দাবীতে ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটি রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুরো জেলায় ইজিবাইক ধর্মঘটের ডাক দিয়েছেন। এতে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীসহ পথচারীরা।

হেলা শহরের মুদিপাড়ার বাসিন্দা কহিনুর বেগম। তিনি শহরের বালুবাড়ী এলাকার একটি মাদ্রাসায় পড়োশানা করেন। কয়েকদিন ধরে মাদ্রাসায় পরীক্ষাও শুরু হয়েছে। প্রতিদিনের মত রোববার সকাল ৯টায় বাড়ি থেকে বের হয়ে প্রধান সড়কে গিয়ে আটকে যান। তিনি প্রতিদিন ইজিবাইকে করে মাদ্রাসায় যান। কিন্তু রোববার সকালে আধাঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেও কোনো ইজিবাইক পেল না। পরে বাধ্য হয়ে মাকে নিয়ে হেঁটে মাদ্রাসার উদ্দেশে রওনা হন। 

শুধু কহিনুর বেগমই নন। তার মত শত শত শিক্ষার্থী ইজিবাইক না পেয়ে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন। 

শুক্রবার দিনাজপুর শহরের মালদহপট্টিতে তুচ্ছ ঘটনায় ইজিবাইক চালক খালেকুল ইসলামকে মেঘা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সন্তোষ ডালমিয়া মারধর করে। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 
ইজিবাইক মালিক-শ্রমিক-চালকদের ডাকা ধর্মঘটের ফলে পুরো দিনাজপুর শহর ইজিবাইক শুন্য হয়ে পড়েছে। জরুরি কাজের জন্য কয়েকটি ইজিবাইক রাস্তায় চলাচল করছে। দিনাজপুর শহরের প্রবেশের মুখ গুলো ইজিবাইক শ্রমিকরা ইজিবাইক আটকে দিচ্ছেন। অনেকে বাধ্য হয়ে প্যাডেল চালিত রিক্সা ও ভ্যানে যাতায়াত করছেন। 

শহরের পাটুয়াপাড়া এলাকা বাসিন্দা লুৎফর রহমান বলেন, আমার মেয়ে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। আজ সকালে তাকে স্কুলে পৌছে দেয়ার জন্য ইজিবাইক পেলাম না। বাধ্য হয়ে মেয়েকে নিয়ে হেটে স্কুলে পৌছে দিয়ে আসলাম। বর্তমানে শহরে তো রিক্সার দেখা পাওয়া যায় না। 

ইজিবাইক বন্ধের কারণে দিনাজপুর শহর একেবারে ফাকা হয়ে পড়েছে। ইজিবাইক বন্ধের কারণে কষ্ট হলেও অনেকে আবার খুশি। মর্ডান মোড় এলাকার মোতালেব বলেন, দিনাজপুরের যত অটো হইছে ভাই। এই অটোগুলোর জন্যই যানযট ছাড়ে না। আজকে অনেক শান্তি পাচ্ছি মনে। এমন পরিবেশ থাকলে ভালো হয়। নতুবা পৌরসভা ইজিবাইক কমাতে কিছু কাজ করুক।

একই এলাকার মোমেন বলেন, আজকে দিনাজপুর শহর একইবারে যানজোট শুণ্য দেখে খুবই ভালো লাগছে। ইজিবাইকের যন্ত্রণায় শান্তিমত শহরে সাইকেলটাও চালানো যায় না। সীমিত আকারে শহরে ইজিবাইক চললে কোনো অসুবিধা হবে না বলে আমি মনে।

ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটি সভাপতি আমজাদ হোসেন বলেন, খালেকুল ইসলামের হত্যার প্রতিবাদে শনিবার ৪টি পৃথক বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।  এছাড়াও আজকে (রোববার) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুরো জেলায় ইজিবাইক ধর্মঘটের আহ্বান করা হয়েছে। এছাড়াও দিনাজপুর প্রেসক্লাবের সামনে সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে। 

এএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,