For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

একটি স্লুইসগেট বদলে দিতে পারে হাজারো কৃষকের ভাগ্য

Published : Sunday, 4 December, 2022 at 2:50 PM Count : 498

‘ধান চাষাবাদের ওপর আমাদের জীবিকা নির্ভর করে। আর কোন ফসল উৎপাদন করা সম্ভব হয়না বলে বছরের বাকি নয় মাসই বসে থাকতে হয়। চাষই যদি করতে না পারি, তাহলে খাবো কি? চলব কিভাবে? তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’ অশ্রুসিক্ত কণ্ঠে কথাগুলো অবজারভার সংবাদদাতাকে বলছিলেন বর্গাচাষী অমর মল্লিক (৩৫), স্বপন মধু (৩২) ও উত্তম গাইন (৩০)।

ছোট্ট খালের ওপর একটি স্লুইসগেট নির্মাণে পাল্টে যেতে পারে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের কাফুলাবাড়ীসহ পার্শবর্তী অন্তত প্রায় ১০ গ্রামের কয়েক হাজার মানুষের ভাগ্য। দীর্ঘদিন থেকেই জোয়ারের পানি উঠা নামাসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে জলাবদ্ধতায় ফসলের কাঙ্ক্ষিত আবাদ থেকে বঞ্চিত হয়ে আসছে ওখানকার হাজারো কৃষক। ফলে ওই সব এলাকার কৃষক ঝুঁকি নিয়ে কেবলমাত্র বোরো আবাদ ছাড়া অন্য কোনো চাষাবাদ করতে পারছে না। এটি বাস্তবায়ন হলে কৃষকদের ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তা কেটে যাওয়ার পাশাপাশি এলাকার জীবনমানের হবে উন্নয়ন।

স্থানীয়রা জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পানিই তাদের একমাত্র সমস্যা।  এই স্থানে একটি স্লুইচগেট স্থাপন করা হলে সুফল পাবে উপজেলার রামশীল ও সাদুল্লাপুর ইউনিয়নের কয়েক হাজার কৃষক পরিবার। উপজেলার কাফুলাবাড়ী, ভূতেরবাড়ী, ঝুটিয়া, বাগলবাড়ী, নারিকেলবাড়ী, পলোটানা, মুশুরিয়া ও পিরারবাড়ি গ্রামের প্রায় হাজার একর জমিতে রবিশস্যসহ বোরো আবাদ পুরোপুরি সেচের আওতায় আসবে। পানির অভাবনীয় মাত্রায় হঠাৎ বেরে ও কমে যাওয়ার আমরা কাঙ্ক্ষিত মুনাফা অর্জনসহ বোরো আবাদ ছাড়া অন্য কোনো ফসল ও সবজির চাষ করতে পারি না। এতে আমরা অর্থনৈতিক সংকটের মধ্যে আছি। 

এদিকে এলাকাবাসীর দাবি কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ পাওয়া গেছে।
চাষী জিতেন মধু (৭০), বিমল মধু (৬২), শ্যামল মধু (৫৭) ও বিধান মধু (৪০) জানান, বোরো মৌসুমে বিলের পাশের জমিতে যে ধান রোপন করেছেন। আগামী বৈশাখ মাসে তা ঘরে তোলার কথা থাকলেও বর্ষা মৌসুমের আগেই পুরো এলাকা পানিতে ডুবে যাবে। ফলে এক মৌসুমের ফসল তো দুরের কথা আর কোন ফসল উৎপাদন করা সম্ভব হয়না।

রামশীল ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান সবুজ মজুমদার শক্তি বলেন, এ বিষয়ে আমি একাধিকবার চেয়ারম্যান এর মাধ্যমে উপজেলার সমন্বয় সভায় তুলেছি। এখন পর্যন্ত কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমি এলাকার জনপ্রতিনিধি হিসেবে উক্ত স্থানে একটি স্লুইসগেট নির্মাণের দাবি জানাচ্ছি। 

উপজেলা কৃষি অফিস সূত্রের তথ্য মতে কাফুলাবাড়ীর কলিপদ মধুর পুকুরের পূর্ব পাশে ভূদেব বাবুর সড়ক সংলগ্ন স্লুইচগেইটটি স্থাপন হলে প্রায় হাজার একর কৃষি জমি চাষাবাদের পূর্নাঙ্গ সুযোগ সুবিধার আওতায় আসবে। ফলে অতিরিক্ত কয়েক হাজার মেট্রিকটন ধান উৎপাদন হবে।

এ বিষয়ে জানতে চাইলে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, উপজেলার রামশীল ইউনিয়নের কাফুলাবাড়ীতে সরেজমিন পরিদর্শন করে হাজার  একর কৃষি জমির চাষাবাদ পানির জন্য ক্ষতিগ্রস্ত থাকার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনসহ সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবহিত করা হবে।

এটি/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,