For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মিছিলের নগরী বরিশাল, তিল ধারণের জায়গা নেই বঙ্গবন্ধু উদ্যানে

Published : Saturday, 5 November, 2022 at 2:24 PM Count : 150

শনিবার সকাল থেকে বরিশালের আশপাশের উপজেলা-ইউনিয়ন থেকে একের পর এক মিছিল নগরীতে প্রবেশ করলে বরিশাল হয়ে ওঠে মিছিলের নগরী। এসব মিছিল থেকে বিক্ষুব্ধ শ্লোগান ছাড়াও কারো কারো হাতে ধানের শীষের প্রতীক শোভা পাচ্ছিল।

সকালে কীর্তনখোলা ঘাটের চাদমারি, বেলতলা, মুক্তিযোদ্ধা পার্কসহ বিভিন্ন স্থানে শতাধিক ট্রলার নোঙর করে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাড়াও, সদর উপজেলা হিজলা মুলাদি, উজরপুর, মঠবাড়িয়া থেকে বিশাল বিশাল মিছিল সকাল হতেই নগরীতে প্রবেশ করে।
কেউ কেউ টি-শার্ট, ক্যাপসহ দলীয় ও জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করে জনসভাস্থলে পৌঁছে।

আড়াই ঘণ্টা আগে সভা শুরু
যদিও আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তা আড়াই ঘণ্টা আগে বেলা সাড়ে এগারোটায় শুরু হয়ে যায়। নেতৃবৃন্দের আগে স্থানীয় নেতাদের বক্তব্য প্রচার করে নেতা-কর্মীদের উজ্জীবিত রাখতেই এই ব্যবস্থা বলে জানান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।

জনস্রোত এখন রাস্তায়
জনসভার জন্য নির্ধারিত বঙ্গবন্ধু উদ্যান ঠাঁই না পেয়ে সকাল থেকেই নেতা-কর্মীরা বঙ্গবন্ধু উদ্যানের পাশে বান্দ রোডে অবস্থান করে। যতদূর দেখা যায়, বঙ্গবন্ধু উদ্যানের চারপাশের এই জনস্রোত জিলা স্কুলের মোড় থেকে  পুলিশ লাইন, মুক্তিযোদ্ধা পার্ক থেকে চাদমারী গিয়ে ঠেকে। শ্লোগানে শ্লোগানে মুখরিত এই জনস্রোতের অর্ধেক অংশই মূল মাঠে প্রবেশ করতে পারেনি। বঙ্গবন্ধু উদ্যান ও চারপাশ মিলে দুপুরের আগেই অন্তত ৫০/৬০ হাজার মানুষ এই মুহূর্তে অবস্থান করছে। মেহেন্দীগঞ্জ  থেকে সৈয়দ কামরুজ্জামান জানান, অন্তত ১০০ ট্রলার নিয়ে তারা মেহেন্দীগঞ্জ থেকে ২০ হাজার মানুষ এসেছেন। নগরীরর ডিসিঘাট, মুক্তিডোদ্ধা পার্কে অন্তত দেড়শো থেকে দুশে ট্রলার পুরো কীর্তনখোলা জুড়ে অবস্থান করছে।
জনসভায় এসেছে ওরা সবাই
প্রায় আশি বছরের বৃদ্ধ থেকে তরুণ, মধ্যবয়সী কে নেই এই সভায়। বহু দিন ধরে নিষ্ক্রিয় রয়েছে এমন নেতা-কর্মীদেরও দেখা গেছে এই সভায়। । জনসভায় নারী, বৃদ্ধসহ সমাজের বিভিন্ন আংশের প্রতিনিধি ছিল। তবে বিএনপি কর্মী ছাড়াও অনেক সাধারণ মানুষ কৌতহল ভরে এই সভায় উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পরে সংগঠতিরূপে বিএনপির এই অবস্থান বিএনপির নেতা-কর্মীদের অনেকটা আত্মবিশ্বাস এনে দিয়েছে বলে জানান, বরিশাল মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক।

নেটওয়ার্ক নেই
জনসভাস্থলে ছবি পাঠাতে অসুবিধার কথা জানান সাংবাদিকরা। স্থানীয় পত্রিকায় কর্মরত মিনার জানান, কোনোভাবেই মেইল থেকে নিউজ, ছবি পাঠানো যাচ্ছে না। এমনকি ফেসবুক, হোয়াটসআপও খুলছে না। তবে এ বিষয়ে কারো মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

আইএইচ/এনএন
আড়াই ঘণ্টা আগেই বরিশালে বিএনপির সমাবেশ শুরু

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,