For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রায়পুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

Published : Monday, 5 September, 2022 at 12:44 PM Count : 1576

নরসিংদী রায়পুরায় গলায় ফাঁস লাগিয়ে মাহিনুর বেগম (১৮) নামক এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হালিম খাঁন ও স্বজনদের উপর৷ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে রায়পুরা থানা পুলিশ।

রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চা়ঁনপুর ইউনিয়নের সওদাগর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত কুয়েত প্রবাসী হালিম খাঁন উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগর কান্দি খান্নাবাড়ির মৃত্যু সোলায়মান মিয়ার ছেলে। অপরদিকে নিহত ওই গৃহবধূ একই ইউনিয়নের সুজাতপুর গ্রামের মো. গোলাপ মিয়ার মেয়ে। 
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত ৭ মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় এ দম্পতির। সর্বশেষ রোববার রাতে মাহিনুরের সাথে কথা হয় তার মায়ের। তখন মাহিনুরের মা জামাতাসহ তাকে বাপের বাড়িতে আসতে বলেন। পরে স্বামী হালিম শ্বশুরবাড়িতে আসতে আপত্তি জানায়। এমতাবস্তায় সোমবার দুপুরে মেয়েকে শ্বশুরবাড়ি থেকে আনতে যাওয়ার জন্য মাহিনুরের বাবা রওনা হলে পথমধ্যে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন তার মেয়ে মাহিনুর মারা গেছে। মাহিনুরের স্বামী হালিমকে তার শ্বশুর কল দিলে সে কল কেটে দিয়ে ফোন অফ করে দেয়। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে ঘরের মেঝেতে হাটু ভাঁজ করা ঝুলন্ত অবস্থায় মাহিনুরের মরদেহটি দেখতে পান। স্বজনদের ধারণা হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

বাবা গোলাপ মিয়া বলেন, ‌জামাই প্রবাস থেকে বাড়ি এসে বাড়ি বানানোর কথা বলে ৫ লাখ টাকা চেয়েছিল। আমি সে টাকা দিতেও রাজি হয়েছিলাম। কিন্তু  কি কারণে জামাই ও পরিবারের লোকজন মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখে পালিয়েছে তা জানি না। কিন্তু আমার মেয়ের সাথে প্রায়ই বিভিন্ন সামান্য বিষয় নিয়ে তার কথা কাটাকাটি হতো বলে মাহিনুর একাধিকবার জানিয়েছে। এখন আমি প্রশাসনের নিকট আমার মেয়ে হত্যার বিচার চাই।'

রায়পুরা থানার উপপরিদর্শক মোরাদ হাসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

টিকে/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,