For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রাজশাহীর পদ্মার চরে বাদামের বাম্পার ফলন, দামে খুশি কৃষক

Published : Saturday, 3 September, 2022 at 1:27 PM Count : 119

রাজশাহীর পদ্মার চর এখন আর বালুকাময় নয়, পরিণত হচ্ছে শস্যভূমিতে। চাষাবাদ হচ্ছে বিভিন্ন রকমের দানাজাতীয় শস্য। জেলার বাঘা উপজেলার পদ্মার বালু চরে কৃষি অফিসের পরামর্শে এ বছর বাদাম চাষ হয়।

কৃষি অফিস বলছেন, এ বছর লক্ষ্যমাত্রা ২৫০ হেক্টরের চেয়ে বেশি পরিমাণে বাদামের চাষ হয়েছে। চরাঞ্চলের মাটিতে পলি পড়ায় বিগত সময়ের চেয়ে এ বছর বাদাম চাষ বৃদ্ধি পেয়েছে। বাদাম বিপ্লবের ফলে বালুস্বর্গ এখন সবুজে ছেঁয়ে গেছে। আবহাওয়া অনুকূল থাকায় এবছর বাদামের ফলন ভালো হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয় ও দুটি পৌরসভা রয়েছে। এরমধে পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের বালু চরে শুধু বাদাম চাষ হচ্ছে। এ বছর ২৫০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও এর চেয়ে অনেক বেশি জমিতে বাদামের চাষ হয়েছে। প্রতি হেক্টরে গত বছর উৎপাদন হয়েছিল ২.১৭ মে. টন।

পদ্মার চরাঞ্চলের পলাশি ফতেপুর, করারি নওশারা, কালিদাদখালি, চকরাজাপুর, দাদপুর ও টিকটিকিপাড়া এলাকায় এ বছর অসংখ্য কৃষক বাদামের চাষ করেছেন। অনেকেই জমি বর্গা নিয়ে বাদাম চাষ করেছেন। বাদাম চাষে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা বহুগুন ছাড়িয়ে গেছে।
পদ্মার মধ্যে চকরাজাপুর চরের বাদাম চাষি গোলাম মোস্তফা, মজিবুর রহমান, শফিকুল ইসলাম, কালিদাসখালি গ্রামের হাফিজুল ইসলাম, জালাল উদ্দীন, জহুরুল মালিথা, আকছেন শিকদার প্রত্যেকেই এ বছর বাদাম চাষ করেছেন। তারা জানান, বিগত যে কোন বছরের তুলনায় এবার পদ্মার চরে বাদাম চাষ বেশি হয়েছে। গত বছর বাজারে বাদামের দাম ভালো পাওয়ায় এবার অধিকাংশ কৃষক বাদাম চাষে আগ্রহী হয়েছেন বলে জানান।

চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়ন সদস্য ফজলুর রহমান জানান, চলতি মৌসুমে তিনি ৮ বিঘা জমিতে বাদামের চাষ করা হয়। উপযুক্ত পরিচর্যা করায় বাদাম ক্ষেতে পোকার আক্রমণ কম হয়েছে। এতে পুরোদমে সহযোগিতা পেয়েছেন উপজেলা কৃষি বিভাগের। অন্যান্য বছরের চেয়ে ভালো ফলন পেয়েছেন। এ মৌসুমে তিনি ৯০ থেকে ১১০ টাকা দরে বাদাম বিক্রি করেছেন।

উপজেলা সদরের বাদাম ব্যবসায়ী আমিনুর রহমান জানান, উপজেলার মধ্যে শুধু মাত্র পদ্মার চরে ছাড়া কোথাও বাদাম পাইকারী হিসেবে পাওয়া যায়না। আমি প্রতিদিন পদ্মার চর থেকে ৪০-৫০ মণ বাদাম ক্রয় করে নিয়ে যায়। আমার মতো আরো ব্যবসায়ীরা এখান থেকে বাদাম ক্রয় করে নিয়ে যায়। গত বৃহস্পতিবার ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত প্রতিমণ বাদাম ক্রয় করেছি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, বাদাম পরিচর্যায় খরচ ও সময় দুটোই কম লাগে। গত বছর বাদামের ন্যায্য মূল্য পাওয়ায় কৃষকরা এবার আগাম বাদাম চাষ করেছেন।

একই সাথে ফলন ভালো হওয়ায় চিনা জাতের বাদামের পাশাপাশি অনেকে ত্রি-দানা জাতের বাদামের আবাদও করেছেন। উপজেলা কৃষি অফিসের পক্ষে বাদামের বীজ বপন, পরিচর্যা ও কীটনাশক ব্যবহার সম্পর্কে কৃষকদের নানা পরামর্শ দিয়ে সহায়তা করা হয়।

আরএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,