For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

কেন্দুয়ায় মাঠ রক্ষার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহারের দাবি

Published : Saturday, 3 September, 2022 at 1:06 PM Count : 223

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা বলাইশিমুল ইউনিয়নে খেলার মাঠে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পে ঘর নির্মাণের প্রতিবাদে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।

মাঠ রক্ষার দাবীতে শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে বাপা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল কেন্দুয়ার বলাইশিমুল মাঠ রক্ষার ৮০১ সদস্য বিশিষ্ট গণকমিটি মহাসমাবেশে যোগ দিয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করে তিনি এ কথা বলেন।

জানা যায়, নেত্রকোণার কেন্দুয়া উপজেলা বলাইশিমুল ইউনিয়নে খেলার মাঠে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় ঘর নির্মাণের প্রেক্ষিতে এলাকাবাসী মাঠ রক্ষার দাবিতে আদালতে মামলা করে। পরবর্তীতে গত ১৪ আগস্ট বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ বলাইশিমুল মাঠে নির্মাণকাজ তিন মাসের জন্য স্থগিত রাখতে জেলা প্রশাসক, ইউএনওসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

এ সময় তিনি বলেন, বলাইশিমুলের বাসিন্দারা একটি জাতীয় সম্পদ রক্ষার জন্য আন্দোলন করছেন। কিন্তু যারা আন্দোলকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন, তারা অন্যায় করছেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন দেশের প্রতিটি গ্রাম এবং নগরে ওয়ার্ডে গ্রামে খেলার মাঠ হবে। কোনো উন্মুক্ত জায়গা বন্ধ করা যাবে না। দখলমুক্ত করতে হবে সকল জলাশয়সহ খাল বিল পাহাড় বন। প্রতিনিয়ত আমাদের প্রধানমন্ত্রী এগুলো বলে যাচ্ছেন। আপনারা তার সাথে কণ্ঠ মিলিয়ে একই কথা বলছেন। তাহলে আপনাদেরকে কেন পুলিশি হয়রানি সহ্য করতে হবে। যারা এই হয়রানিটা করেন। আমি তাদেরকে বলতে চাই, আপনারা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসেন। কিছু গোষ্ঠীর স্বার্থের জন্য সাধারণ মানুষকে হয়রানি করবেন না।

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহারের পাশাপাশি খেলার মাঠ উন্মুক্ত করে দেওয়ার দাবিও জানান অ্যাডভোকেট সুলতানা কামাল।

গণকমিটির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মণ্ডলের সভাপতিত্বে এবং আহ্বায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মানবাধিকার নেত্রী খুশী কবির, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, বাপার যুগ্ম সম্পাদক আলমগীর কবির, তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না, উদীচীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ নূর, কলি আক্তার, হলি খান, আজিজুর রহমান, ওবায়দুল হক্ক উজ্জ্বল প্রমুখ।

এইচকে/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,