For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বিসিএস কম্পিউটার সিটিতে প্রযুক্তি পণ্য প্রদর্শনী শুরু

Published : Thursday, 11 August, 2022 at 3:23 PM Count : 218

জাতীয় শোক দিবস উপলক্ষে ‘শোক হোক শক্তি’- এমন প্রতিপাদ্যে সারাদেশের মানুষের কাছে প্রযুক্তি পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হয়েছে বিশেষ আয়োজন। 

বুধবার সকালে ১৫ দিনব্যাপী প্রযুক্তি পণ্যের প্রদর্শনী ও বিভিন্ন আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চলবে ২৫ অগাস্ট পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটির সভাপতি এ এল মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী)। 

তিনি বলেন, এ মাসে আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাঁর স্মরণে বিসিএস কম্পিউটার সিটিতে প্রযুক্তিপ্রেমীরা একত্রিত হয়েছি। শোকের এ মাসকে স্মরণে রেখে দেশের প্রযুক্তি বাজারের রাজধানী বলে খ্যাত এ মার্কেটে প্রযুক্তি পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মো. জাহেদ আলী ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিসিএস কম্পিউটার সিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, শোকের মাসকে শক্তিতে পরিণত করে আমরা প্রযুক্তি পণ্য নিয়ে এ বিশেষ আয়োজন করেছি। 

বিসিএস কম্পিউটার সিটির পণ্য প্রদর্শনের প্রধান সমন্বয়ক ফজলুর বারী লিটন বলেন, বঙ্গবন্ধু আমাদের আদর্শের জায়গা। সেই আদর্শকে ধারণ করে আমরা ক্রেতাদের জন্য এ আয়োজন করছি। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ভূঁইয়া। 

উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির সদস্য জাহেদুল আলম, আক্তার হোসেন, রফিকুল ইসলাম, উপদেষ্টা মাহমুদুর রহমান, মজিবুর রহমান স্বপনসহ পৃষ্ঠপোষক ব্র্যান্ড এসরক প্রোডাক্ট ম্যানেজার অর্ণব বাসু, ডেলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সালাহউদ্দিন আদেল, হ্যাভিটের রুমেল এবং প্যানটামের সিনিয়র সেলস ম্যানেজার এল্যান লুইসহ আরও অনেকে। 

১৫ দিনের এই আয়োজনে আরও থাকবে দোয়া মাহফিল, এতিমদের মাঝে খাদ্য বিতরণ, বঙ্গবন্ধু স্মরণে শিশু-কিশোর চিত্রাংকণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী, বয়সভিত্তিক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনী নিয়ে আলোচনা।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,