For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

চট্টগ্রামে বিস্ফোরণ: মনিটরিং টিমের অবহেলার কথা জানালেন নৌপ্রতিমন্ত্রী

Published : Sunday, 5 June, 2022 at 4:01 PM Count : 144

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনের ঘটনায় মনিটরিং টিমের অবহেলা রয়েছে উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নি বলেছেন, যদি সঠিকভাবে ব্যবস্থা নেয়া হতো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটত না। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

প্রতিমন্ত্রী খালিদ বলেন, প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলতে পারছি না, আমরা কী পদক্ষেপ নেব। আমি আশা করছি আজকের মধ্যেই প্রতিবেদনটি চলে আসবে। তারপর আমরা পদক্ষেপ নেব। এখানে আলাদা কোনো বিষয় না। এখানে কাস্টম, বন্দর কর্তৃপক্ষ বা অন্যান্য যেসব অংশীজন আছে, আমরা একসঙ্গেই আছি। প্রাথমিকভাবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, যেহেতু কিছু নীতিমালা, বিধিমালা, আইন-কানুন মেনেই প্রাইভেট কনটেইনার ডিপো সেটা এখানে আছে, আমি তো মনে করছি তাদের এখানে অবহেলাটা প্রাথমিকভাবে পরিলক্ষিত হচ্ছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, তারা এখানে যদি সঠিকভাবে ব্যবস্থা নিত, তাহলে এত বড় দুর্ঘটনা ঘটত না। আইএমডিজি নীতিমালা এবং আইএসপিএস যে কোড আছে, সে অনুযায়ী কনটেইনার ডিপো পরিচালনা করার কথা। যদি এ দুটি নীতিমালা ও কোড অনুসরণ করে তারা পরিচালনা করে তাহলে এ ধরনের দুর্ঘটনা হওয়ার কোনো কারণ নেই।
খালিদ আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই তদন্ত কমিটিতে এনবিআরের অন্তর্ভুক্তিটা বেশি জরুরি। কী ধরনের পণ্য এখানে আসা-যাওয়া করে, আমরা কিন্তু শুধু হ্যান্ডেলিং করি। এখানে ডিক্লিয়ারেশনটা কাস্টমসের কাছে দিতে হয়—আমি এ ধরনের পণ্য নিয়ে আসছি বা পাঠাচ্ছি। এটা আমরা পরে জানতে পারি। এখানে ডেঞ্জারাস যে গুডস, এটা তারা ডিক্লিয়ার করেছে কি না। যদি করে থাকে তাহলে আলাদা মেজার নেওয়ার বিষয় আছে এবং এ ধরনের প্রাইভেট যে কনটেইনার ডিপোগুলো আছে সেখানে যে প্রস্তুতিগুলো থাকা দরকার, যে জনবল থাকা দরকার সেগুলো আছে কি না। থাকলে সেগুলো কাজ করল না কেন? নিশ্চিতভাবেই এগুলো থাকার কথা, তা না হলে তারা অনুমোদনই পাবে না। তাহলে কেন তারা কাজ করল না, এতগুলো হতাহতের ঘটনা ঘটে গেল। এগুলো আমাদের তদন্তের বেরিয়ে আসবে।

শনিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে (সাবেক কাশেম জুট মিল) লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে। আগুনে অন্তত ৪২ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন দুই শতাধিক। যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস বলছে, ডিপোতে হাইড্রোজেন পারঅক্সাইড কেমিক্যালভর্তি কনটেইনার ছিল। এ বিষয়ে প্রথমে তাদেরকে জানানো হয়নি। ফলে কনটেইনার বিস্ফোরিত হয়ে হতাহতের সংখ্যা বাড়ে। ফায়ার সার্ভিসকে বিষয়টি না জানানো, কেমিক্যালভর্তি কনটেইনার নিরাপত্তা ব্যবস্থা ছাড়া রাখা ও যথাযথ তদারকি ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এনএন

চট্টগ্রামে বিস্ফোরণ: চিকিৎসাধীন ২ শতাধিক, বাড়ছে লাশের সারি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,