For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

চট্টগ্রামে বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন

Published : Sunday, 5 June, 2022 at 11:25 AM Count : 181

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রাসায়নিক দ্রব্যাদির বিস্ফোণের কারণে আগুনে ক্ষতিগ্রস্ত রাসায়নিকসামগ্রী সমুদ্রে ছড়িয়ে পড়া রোধে এ দলটি কাজ করছে।

সেনাবাহিনীর ২৫০ জনের একটি দল সকাল সাড়ে ১০টার কিছু আগে ঘটনাস্থলে পৌঁছেছেন। 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন বলেন, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাই আগুন নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে সহায়তার জন্য সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীসহ এ পর্যন্ত ২১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আহত ও দগ্ধ হয়েছেন আরও চার শতাধিক।
এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীসহ এ পর্যন্ত ২১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আহত ও দগ্ধ হয়েছেন আরও সাড়ে চার শতাধিক। আহতদের চিকিৎসা দিতে ও জীবন বাঁচাতে নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। 

আহতদের চাপ সামাল দেওয়ার জন্য চট্টগ্রামের সব চিকিৎসককে চট্টগ্রাম মেডিকেলে আসার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

জানা গেছে, চট্টগ্রামের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া বেসরকারি হাসপাতালসহ সব হাসপাতাল প্রস্তুত রয়েছে আহতদের চিকিৎসা দেওয়ার জন্য। 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান বলেন, ছুটিতে থাকা সব চিকিৎসক-নার্সকে জরুরি ভিত্তিতে হাসপাতালে আনা হয়েছে। এতসংখ্যক রোগীকে চিকিৎসা দেওয়ার মতো পর্যাপ্ত ওষুধ মজুত নেই। এ জন্য জরুরি ভিত্তিতে ওষুধ, স্যালাইন, পেইন কিলার নিয়ে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করছি সবাইকে। সেই সঙ্গে আশপাশের উপজেলা ও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক আনা হয়েছে। তবু চিকিৎসা দিয়ে পেরে উঠছি না আমরা।

চমেক হাসপাতালের সহকারী পরিচালক রাজিব পালিত বলেন, দগ্ধদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। এ জন্য রক্ত চেয়ে মাইকিং করা হচ্ছে। আশপাশের সবাইকে হাসপাতালে এসে রক্ত দিয়ে আহতদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।

প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের পর এ বিস্ফোরণ ঘটে। রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কনটেইনারে হাইড্রোজেন পারঅক্সাইড রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ছাড়া আশপাশের বাড়িঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। সেখানে একের পর এক কনটেইনার বিস্ফোরণ হচ্ছে। দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা।  এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।  আহত হয়েছেন ৪৫০ জনের বেশি মানুষ

এনএন

আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল ফায়ার সার্ভিসের ৫ কর্মীর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,