For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

শো শেষে মারা গেলেন বলিউডের বিখ্যাত গায়ক কেকে

Published : Wednesday, 1 June, 2022 at 1:44 PM Count : 146

এসেছিলেন কলকাতাবাসীকে আনন্দ দিতে। দিয়েছিলেনও। মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে চলছিল তার লাইভ শো। শো শেষে হোটেলে ফিরেই না ফেরার দেশে পাড়ি দেন বলিউডের বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে। মঙ্গলবার রাত ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হিন্দি সিনেমার জনপ্রিয় এই প্লেব্যাক সিঙ্গার।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগেই মারা গেছেন কেকে। বুধবার গায়কের মরদেহের ময়নাতদন্ত হওয়ার কথা। এর পরই জানা যাবে তার মৃত্যুর প্রকৃত কারণ। মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল ৫৪ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার রাতে শো শেষে কলকাতার এক বিলাসবহুল হোটেলে ফিরে যান কেকে। সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন। এ সময় ভক্তরা তার সঙ্গে ছবি তোলার জন্য ঘিরে ধরেন। কিন্তু অসুস্থ থাকায় তিনি তাতে সম্মতি দেননি। হোটেলে পড়েও যান। এর পরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, কেকে মারা গেছেন।

এই গায়কের মৃত্যুতে বলিউডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এরই মধ্যে বহু তারকা সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়েছেন। শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এছাড়া শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুরকার জিৎ গাঙ্গুলী।
বলিউড গায়ক কেকের মৃত্যুর খবর ফেসবুকে প্রথমে জানান কিশোর কুমারের ছেলে অমিত কুমারের স্ত্রী রিমা গঙ্গোপাধ্যায়। সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে আসে অনুরাগী মহলে। সুরের শহর কলকাতা শিল্পীর গানের শেষ সাক্ষী হয়ে রইল। বুধবারও তার একটি গানের শো করার কথা ছিল। তার আগেই চলে গেলেন ‘অলবিদা’ 
জানিয়ে।

এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,