For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

মধ্যরাত থেকে ৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরা নিষেধ

Published : Friday, 20 May, 2022 at 7:39 PM Count : 267

দেশের সামুদ্রিক মাছে সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে ২০ মে থেকে ২৩শে জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরা নিষেধ।

শুক্রবার মধ্যরাত থেকে আগামী ৬৫ দিনের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় নিয়মিত অভিযান পরিচালনা করবে মৎস্য বিভাগ, নৌবাহিনী, নৌ পুলিশ ও কোস্টগার্ড।
এদিকে মাছ ধরা বন্ধ থাকায় বেকার হয়ে পড়বেন উপকূলীয় পাথরঘাটার প্রায় ৫০ হাজার জেলে ও শ্রমিকরা। অভাব-অনটন আর সংকটের মধ্যে পড়বেন তারা। পরিবার-পরিজন নিয়ে কিভাবে দিন কাটাবেন সে চিন্তায় দিশেহারা হয়ে পড়ছেন জেলেরা। প্রতিবছর মৌসুমের শুরুতে জেলেরা বোট ও জাল মেরামত করে সাগরে যাওয়ার প্রস্ততির ঠিক সময়ে প্রাণিসম্পদ মন্ত্রনালয় নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। সরকারের নিষেধাজ্ঞা মেনে জেলেরা তাদের ট্রলার নিয়ে উপকূলে ফিরে আসছেন। বাংলাদেশের জলসীমায় ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিলেও পাশ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমানায় অবৈধভাবে অনুপ্রবেশ করে সরকারের নিষেধাজ্ঞা না মেনে বঙ্গোপসাগরসহ উপকূলীয় এলাকায় এসে ছোট-ছোট মাছ শিকার করে নিয়ে যায় এমন অভিযোগ করে সরকারের কাছে এ গুলো বন্ধের দাবি জানিয়েছেন মৎস্যজীবিরা।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ইলিশ শিকারে নিষেধাজ্ঞার কারণে নিবন্ধিত জেলেদের সহায়তা করবেন সরকার। পাথরঘাটায় নিবন্ধিত জেলে রয়েছেন ১১ হাজার ৪১১ জন। নিবন্ধিত প্রত্যেক জেলে দুই ধাপে ৮৬ কেজি সরকারের বরাদ্দকৃত চাল পাবেন।

গতকাল দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) বরগুনার পাথরঘাটায় দেখা যায়, সাগরে ইলিশ ধরতে যাওয়া উপজেলার প্রায় সব এলাকার জেলেদের ট্রলার ঘাটে অবস্থান করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কিছু জেলেরা সাগরে থাকলে তারাও ঘাটের উদ্দেশ্যে ফিরছেন বলে জানাগেছে।

এ সময় জেলেদের সঙ্গে কথা বললে তারা বলেন, প্রতিবছর বছর ইলিশের মৌসুম শুরুতেই ইলিশ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়। এতে উপজেলার প্রায় ৫০হাজার জেলে ও শ্রমিককে না খেয়ে জীবনযাপন করতে হয়। নিবন্ধিত জেলেদের সরকার চাল দিলেও অনিবন্ধতিত জেলে ও শ্রমিকরা কোন সহায়তা পাননা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বাংলাদেশের জেলেরা আইন মেনে মাছ শিকার বন্ধ রাখলেও ভারতীয় জেলেরা বাংলাদেশ জলসীমায় এসে মাছ শিকার করে নিয়ে যায়। অন্যদিকে কিছু অসাধু জেলেরা নিষিদ্ধ বেহুন্দী, গড়া, বাঁধা, ঘোপ জাল দিয়ে ছোট মাছ শিকার করছেন। এগুলো বন্ধ করা না গেলে দিন দিন ইলিশ মাছের পরিমান কমে যাবে।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার (অপু) বলেন, ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫দিন সাগর ও মোহনায় মাছ ধরা সম্পুর্ন নিষেধ। সাগর ও মোহনায় মাছ ধরায় নিয়োজিত সব নৌযান ও জেলেকে নিজ নিজ ঘাটে ফিরে আসতে বলা হয়েছে।  নিষেধাজ্ঞার আগে তেমন ইলিশ ধরা না পড়লেও নিষেধাজ্ঞার পরে প্রচুর ইলিশ ধরা পড়বে এমনটা আশা করছেন মৎস্য বিভাগ।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, এই আইন বাস্তবায়নে মৎস অধিদপ্তর, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য দপ্তরের উদ্যোগে ব্যাপকভাবে অভিযান পরিচালনা করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলবে ভ্রাম্যমাণ আদালত। মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষে ও জেলেদের উপকারের স্বার্থেই সরকারের এ আইন, এ আইন বাস্তবায়নের লক্ষেই জেলেদের উদ্বুদ্ধ করা হচ্ছে। আইন অমান্য করলে সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আইএইচ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,