For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ঘূর্ণিঝড় ‘অশনি’ মোকাবেলায় প্রস্তুত সাতক্ষীরা

Published : Monday, 9 May, 2022 at 11:05 PM Count : 346

ঘূর্ণিঝড় অশনি মোকাবেলায় উপকুলীয় জেলা সাতক্ষীরায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুত রয়েছে ১৯৭টি সরকারি আশ্রয় কেন্দ্র। এছাড়া ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে সংস্কার কাজ চলছে। সোমবার সকাল থেকে জেলাব্যাপী গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে।
 
জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাশরুবা ফেরদৌস জানান, সোমবার দুপুরে জুমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলার সরকারি ১৯৭টি আশ্রয় কেন্দ্র ব্যবহার উপযোগী করা হয়েছে। এ ছাড়া ৭৪০টি স্কুল-কলেজ, মাদ্রাসাসহ অন্যান্য প্রতিষ্ঠান দুর্যোগকালীন সময়ে প্রস্তুত করা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে সাড়ে ৩ লাখ মানুষ আশ্রয় নিতে পারবে।

তিনি আরো বলেন, স্বাস্থ্য বিভাগের ৮৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তাদেরকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া দুর্যোগকালীন সময়ে মানুষদেরকে সরিয়ে নিতে ট্রলার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি প্রায় ৩ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তত রয়েছে। তারা দুর্যোগ মুহূর্তে এসব মানুষদের সরিয়ে নিতে কাজ করবেন।
  
এদিকে সোমবার সকাল থেকে জেলাব্যাপী গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ঘূর্ণিঝড় অশনির অগ্রভাগের মেঘমালার কারণে উপকুলীয় এলাকায় আবহাওয়ার পরিবর্তন হয়েছে এবং কমবেশি বৃষ্টিপাত অব্যহত থাকবে।

অপরদিকে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন বলেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৮০০ কি.মি. বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ৪৪টি পয়েন্টের বেড়িবাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সোমবার থেকে ওই সকল দুর্বল স্থানে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।  

জেডআর/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,