For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পুলিশের সাথে বাক-বিতন্ডা

বিএনপির ১২ নেতা-কর্মীদের নামে মামলা

Published : Thursday, 17 March, 2022 at 6:31 PM Count : 106



সাভারের আশুলিয়ায় নাশকতার পরিকল্পনা ও পুলিশের ওপর হামলার অভিযোগ এনে ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবুসহ ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে আশুলিয়া থানা পুলিশ। এর আগে বুধবার সকালে আশুলিয়ার ঘুঘুদিয়া এলাকায় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় রাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বাদি হয়ে নাশকতার পরিকল্পনা ও পুলিশের ওপর হামলার অভিযোগ এনে এ মামলা দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন- ঢাকা জেলা সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোবহান। আশুলিয়া থানা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক কাজীম উদ্দীন। আশুলিয়া থানা যুব দলের সাবেক আহবায়ক আব্দুস সালাম। ঘুঘুদিয়া এলাকার মো. নবী হোসেনের ছেলে শাহিন মিয়া (২০) একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে সোহান (২০), জজ আলীর ছেলে মালেক (৩৫), শেহের আলীর ছেলে জসিম (৪৮), আব্দুল মালেকের ছেলে জহিরুল (৪৫), রফিক মাতব্বরের ছেলে হাবিবুর রহমান (৪২), তালেবর প্রামানিকের ছেলে আব্দুল হাই তারু মাদবর (৫৮) ও গোকুলনগর এলাকার ইয়াস উদ্দিন মোল্লার ছেলে আজিজুল হক (৫৮)। এর মধ্যে গ্রেফতাররা হলেন- শাহিন মিয়া, সোহান, মালেক, জসিম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাশকতা করে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যে ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বেশ কিছু লোক নিয়ে বুধবার সকালে আশুলিয়ার ঘুঘুদিয়ায় এলাকায় সমবেত হয়। এসময় মানুষের চলাচলরত রাস্তাটি বন্ধ হয়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় তারা পুলিশ লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে দুই পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে পুলিশ।

ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবুর ব্যক্তিগত সহকারি শরিফুল আলম বলেন,  বুধবার সকালে আশুলিয়ার ঘুঘুদিয়া এলাকায় আমাদের কর্মী সম্মেলন ছিল। কর্মী সম্মেলনে হাজারের অধিক নেতাকর্মী জমায়েত হন। অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মোঃ সলাউদ্দিন বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমরা শান্তিপূর্ণভাবে সম্মেলন শেষ করে নেতাকর্মীদের সাথে নিয়ে ১১ টার দিকে চলে আসি। পরে আমাদের ৪ জন কর্মী অনুষ্ঠানের চেয়ারসহ অন্যান্য জিনিস গুছানোর সময় পুলিশ তাদেরকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। মূলত, নেতাকর্মীদের হয়রানির উদ্দেশ্যেইি মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার বাদি আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় বাকী আসামীদেরকেও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলেছে।

ওএফ/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,