For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ইউএনও’র নির্দেশ অমান্য

রাস্তার উপর থেকে দেয়াল অপসারণ করেনি বাড়ির মালিক

Published : Thursday, 17 March, 2022 at 5:58 PM Count : 622

পটুয়াখালীর দশমিনায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ পাওয়ার পরও রাস্তা দখল করে গড়ে তোলা পাঁকা দেয়াল অপসারণ করেনি আঃ হাই ও সোহরাব হোসেনসহ কতিপয় বাড়ির মালিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইউটিএমআইডিপি’র অর্থায়নে ১ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে উপজেলা সদরের ডাকবাংলো থেকে থানা ও সবুজবাগ আবাসিক এলাকা হয়ে ব্র্যাক অফিস পর্যন্ত ১২০৫ মিটার দীর্ঘ রাস্তাটির আরসিসি নির্মাণ কাজ শুরু করে এলজিইডি।
এলজিইডি সূত্রে জানা যায়, কার্যাদেশ অনুযায়ী গত বছরের ৮ আগস্ট ওই রাস্তার নির্মাণ কাজ শুরু করে চলতি বছরের ১৫ জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের বৃহত্তর আবাসিক এলাকা সবুজবাগের কয়েক হাজার মানুষের চলাচলসহ কৃষকের উৎপাদিত কৃষিপণ্য ও মালামাল বিভিন্ন হাট বাজারে পরিবহনে রাস্তাটির ব্যাপক গুরুত্ব রয়েছে।

সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ এ রাস্তাটির অনেক জায়গায় অবৈধভাবে দখল করে বিভিন্ন বাড়িওয়ালারা দেয়াল নির্মাণ করায় স্থানে স্থানে এটি সরু রাস্তায় পরিণত হয়েছে।

জানা যায়, স্থানীয় সংসদ সদস্য ও ইউএনওসহ উপজেলা প্রশাসন রাস্তাটি পরিদর্শন করে জনস্বার্থে রাস্তার জন্য নির্ধারিত ১৫ ফুটের মধ্যে থাকা স্থাপনা সমূহ অপসারণ করার নির্দেশ দিলে অধিকাংশ বাড়িওয়ালারা রাস্তার উপর থেকে স্থাপনা অপসারণ করলেও আঃ হাই ও সোহরাব হোসেনসহ কতিপয় বাড়িওয়ালা এখনও তাদের দেয়াল অপসারণ করেনি।  

ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা সাইফুল ইসলাম শিপন ডেইলী অবজারভারকে জানান, উপজেলা প্রশাসনের নির্দেশনা থাকা স্বত্ত্বেও বেশ কয়েক জন বাড়িওয়ালা রাস্তা দখল করে নির্মিত দেয়াল অপসারণ না করায় আমার কাজ করতে যথেষ্ট বিঘ্ন হচ্ছে।

রাস্তার প্রায় ১০০ ফুট জায়গা দখল করে দেয়াল নির্মাণ করা সবুজবাগের বাড়িওয়ালা আঃ হাই জানান, আমার বাড়ীর সোজাসুজি রাস্তার অপর পাশের জমির মালিকের সাথে সমন্বয়ের চেষ্টা করছি। যদি ওখান থেকে রাস্তার প্রয়োজনীয় জায়গা দিতে পারি তাহলে আমার দেয়াল অপসারণ করতে হবে না। অন্যথায় আমি অপসারণ করবো।

কাজের দায়িত্বে থাকা এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, মাননীয় সংসদ সদস্য ও ইউএনও মহোদয় রাস্তাটি পরিদর্শন করে জনস্বার্থে রাস্তার মধ্যে থাকা স্থাপনা অপসারণ করতে নির্দেশ দিয়েছেন।

এলজিইডি দশমিনা উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন জানান, কেউ কেউ দেয়াল না ভাঙ্গায় কাজে যথেষ্ট বিঘ্ন হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

দশমিনা উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল ডেইলী অবজারভারকে জানান, অতি শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসটি/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,