For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

গণপিটুনির পর বাংলাদেশীকে গুলি করে হত্যার অভিযোগ বিএসএফ’র বিরুদ্ধে

Published : Thursday, 17 March, 2022 at 4:08 PM Count : 241

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়ন সীমান্তের ওপারে ভারতীয় গ্রামবাসির পিটুনিতে গুরত্বর আহত এক বাংলাদেশি যুবককে বিএসএফের নিকট হস্তান্তর করা হয়। পরে ওই যুবককে গুলি করে হত্যা করে বিএসএফ। এ ঘটনায় আহত আরও এক যুবক ভারতে চিকিৎসাধীন রয়েছে।

সীমান্তের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।  
 
এলাকাবাসি ও সীমান্ত সূত্র জানায়, বুধবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টায় ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারীদের একটি দল জগতবেড় সীমান্তের ৮৬১ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের নিকট দিয়ে গরু পার করতে থাকে। এ সময় ভারতের কুচবিহার জেলার মাথাভাঙা থানার তেতলিরছড়া গ্রামের ভগরামপুর এলাকার স্থানীয়রা গরু পারাপারকারীদের ধাওয়া করে দুইজনকে ধরে বেধড়ক পিটাতে থাকে। গ্রামবাসীর পিটুনিতে জগতবেড় ইউনিয়নের পূর্ব জগতবেড় গ্রামের মনছুর আলীর ছেলে রেজাউল (৪২) ও পাটগ্রাম পৌরসভার রেলগেট এলাকার বেলাল হোসেনের ছেলে জুম্মান বাবু (৩০) গুরুত্বর আহত হয়। আহতাবস্থায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৬৯ ব্যাটালিয়নের পারসা ক্যাম্পের টহল দলের নিকট তাঁদেরকে হস্তান্তর করে এলাকাবাসি। এ সময় আহত দুই বাংলাদেশি পালিয়ে আসার চেষ্টার সময় বিএসএফের টহল দলের সদস্যরা তাঁদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে রেজাউল নিহত হয়। আহত জুম্মান বাবুকে ভারতের মাথাভাঙা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশি এক গরু পারাপারকারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘বুধবার রাতে প্রথমে ভারতের ভগরামপুর এলাকার লোকজনেরা দুইজনকে আটক করে মারধর করে। পরে বিএসএফের নিকট তুলে দেয়। বিএসএফ গুলি করলে রেজাউল মারা যায়।’
 
বর্ডারগার্ড বাংলাদেশ ৬১ বিজিবির শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার জালাল সরকার বলেন, ‘সীমান্তে বাংলাদেশি নিহত হয়েছে শুনেছি। কিভাবে মৃত্যু হয়েছে এটা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছেনা। এ ব্যাপারে পারসা বিএসএফ ক্যাম্পের কমান্ডার পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছে। সীমান্তের ৮৬৪ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’
 
এ ব্যাপারে ৬১ বিজিবি ব্যাটালিয়নের তিস্তা ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, ‘আমরা বিএসএফের সাথে যোগাযোগ করেছি। তাঁদেরকে বিস্তারিত জানাতে বলেছি। খোঁজ নিয়ে দুই ধরণের তথ্য পেয়েছি। ভারতীয় গ্রামের আলু চাষিদের আলু চুরি করতে গিয়ে চাষিরা রেজাউলকে পিটিয়ে মেরে ফেলেছে। আর একটি শুনেছি বিএসএফের গুলিতে নাকি মারা গেছে। নিশ্চিত হতে বিএসএফের সাথে যোগাযোগ চলছে। তাঁরা জানালে বিস্তারিত বলতে পারব।’

এমএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,