For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

'রক্ত দিয়ে দেশের মানুষের ভালবাসার ঋণ শোধ করে গেছেন বঙ্গবন্ধু'

Published : Thursday, 17 March, 2022 at 3:54 PM Count : 102

জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস বলেছেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু দেশের স্বাধীনতা নয়, নিজের জীবন ও বুকের তাজা রক্ত দিয়ে দেশের মানুষের ভালোবাসার ঋণ শোধ করে গেছেন। বঙ্গবন্ধুর মতো সোনার ছেলে এ দেশে জন্মগ্রহণ করেছিল বলেই আজকে এ দেশের মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে।'

বৃহস্পতিবার খুলনাবটিয়াঘাটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

জাতীয় সংসদের হুইপ বলেন, তাঁর (বঙ্গবন্ধু) এই অবদান দেশে বিদেশে আজও প্রশংসিত হয়ে চলেছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বলিষ্ঠ পদক্ষেপে দেশে এমনটি সুনাম বয়ে আসছে।'

তিনি বলেন, 'আজকের ক্ষুদে বঙ্গবন্ধু শিশুরা আগামী দিনে প্রত্যেকে জাতির জনক বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ প্রতিটি শিশুকে বুকে ধারণ করে আগামী দিনে দেশ গঠনের কাজে নিজেকে আত্মনিয়োজিত করতে হবে। গোপালগঞ্জের সেই শিশু খোকা নামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ নামক একটি দেশ উপহার দিয়ে গেছেন তিনি। এটার স্বাদ আমাদের প্রত্যেককেই লালন করতে হবে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুল আলম খান, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল হাই সিদ্দিকী, ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ শাহ্ জালাল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মনিরুল মামুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রবিউল ইসলাম, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, ওসি (তদন্ত) জাহেদুর ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম আরা নীপা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এমদাদুল হক, হিসাবরক্ষন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির, খাদ্য কর্মকর্তা মো. জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায়, সমবায় কর্মকর্তা মো. মোস্তফা কামাল, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, ভেটেরিনারি সার্জন প্রীতিলতা রায়, আরডিও সুলতানা নাসরীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, তথ্য আপা মিতালি মন্ডল, ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান সরদার, নির্মল মন্ডল, মহেন্দ্রনা টিকাদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক মনোরঞ্জন  মন্ডল, মানবাধিকার সংরক্ষণ কমিশনের সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,