For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বরিশালে বাসস্ট্যান্ড দখল নিয়ে মন্ত্রী ও মেয়র গ্রুপ মুখোমুখি

Published : Tuesday, 15 March, 2022 at 7:52 PM Count : 204

বরিশাল নগরীর রূপাতলি বাসস্ট্যান্ড দখল নিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী ও বরিশাল সিটি করপোরশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী পক্ষে উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, রুপাতলি বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস, শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে এ উত্তেজনা। বাসস্ট্যান্ড দখল করতে দুপক্ষের মহড়া। এর মধ্যে পানিসম্পদ প্রতিমন্ত্রীর অনুসারী পক্ষের বর্তমান কমিটির সভাপতি সুলতান মাহমুদ নিজেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বলে দাবি করেন। অপর দিকে বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অনুসারী পরিমল চন্দ্র দাসও নিজেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি দাবি করেন। 
 
আজ মঙ্গলবার সকালে মেয়রের অনুসারীরা রূপাতলি বাসস্ট্যান্ডে জড়ো হয়ে এক সভা করে। এ নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় দুপক্ষের উত্তেজনা ছড়িয়ে পড়ে। সভার বিষয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও এক পক্ষের সভাপতি দাবি করা পরিমল চন্দ্র দাস বলেন, আমরা শ্রমিকদের নিয়ে নিজেরা একটি সভা করছি একটি পক্ষ দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে চাঁদাবাজি ও শ্রমিকদের নির্যাতন করত। এ থেকে শ্রমিকদের পরিত্রাণ দিতে বিসিসির মেয়র একটি নতুন কমিটি করে দেন। সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আমাকে সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটি আজ বাসস্ট্যান্ডে সভা করেছে। এখানে কারো কোনো গ্রুপ নাই।  
 
অপরদিকে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী সুলতান মাহমুদ তার অফিসে বসে মেয়রের করা ওই কমিটিকে অবৈধ বলে দাবি করেন। তিনি বলেন, ওরা বাইরে থেকে নথুল্লাবাদ, নৌ শ্রমিক ও সন্ত্রাসীদের নিয়ে বাসস্ট্যান্ডে জড়ো হয়েছে, ওখানে কোনো শ্রমিক নেই। এমনকি যারা নেতা সেজেছেন তারা কখনোই শ্রমিক ছিলেন না। তিনি নিজেই নিজের কমিটিকে বৈধ বলে দাবি করেন। শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ বলেন, দুই কমিটি নিয়ে জামাল নামের একজন শ্রমিক আদালতে মামলা করেছেন। আগামী ৩০ তারিখ ওই মামলার রায় ঘোষণা করা হবে। 
 
এ সময় সুলতানের অনুসারী শ্রমিক ইউনিয়ন কমিটির শ্রমিক সদস্য সুমন, নেওয়াজ খান ও মিজানুর রহমানসহ একাধিক শ্রমিক সদসরা বলেন, সাধারন শ্রমিকদের হাতে টারমিনাল নিয়ন্ত্রন না থাকলে এখানে শান্তি বিরাজ করবে না থাকবে না কোন শ্রমিকের নিরাপত্তা। যারা এখন গায়ের জোড়ে রুপাতলী বাসস্টান্ড একটি অবৈধ কমিটির নাম দিয়ে দখল নিতে এসেছে এরা এখানের কোন শ্রমিক না।
 
বাসস্টান্ডে মহানগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ও অলিখিতভাবে রুপাতলী বাসস্টান্ডের শ্রমিক ইউনিয়ন সভাপতি পরিমল চন্দ্র দাসসহ সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহরিয়ার বাবু, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. সিদ্দিকুর রহমান মাসুম, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক মীর শহিদুল ইসলাম রনি, বিসিসি ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এম সাইদুর রহমান জাকিরসহ বিভিন্ন দলীয় শতাধিক লোকজন নিয়ে অবস্থান করছেন।
 
এখানে হঠাৎ করে অবস্থান করার কারণ জানতে চাইলে তিনি তাদের শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সম্পাদকসহ ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটির তালিকা ধরিয়ে দিয়ে বলেন, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করার জন্য আমরা এখানে বসে একটি প্রস্তুতি সভা করছি।
 
উল্লেখ্য, ২০২১ সালের জুনে পরিমল চন্দ্র দাসের নেতৃত্বে মেয়রের দোহাই দিয়ে এবং নতুন শ্রমিক ইউনিয়নের নাম দিয়ে বাস স্ট্যান্ড দখল নিলেও সে সময় কোনো শ্রমিক সুলতানের ইউনিয়ন থেকে বের না হওয়ায় তখন তেমন কোনো সুবিদা করতে পারেনি। পরবর্তীতে ১৮ আগস্ট রাতে বরিশাল নগরীর সিএন্ডবি রোডের থানা কাউন্সিলে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে এক হামলার ঘটনায় মেয়রের সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পুলিশ প্রশাসনের সংঘর্ষের ঘটনা ঘটার পর থেকে আজ পর্যন্ত নীরব ছিল।
 
বরিশাল কোতোয়ালী থানার ওসি তদন্ত এম লোকমান হোসেন জানান, বাসস্ট্যান্ডে শ্রমিকদের সভা হচ্ছে। পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এটি একটি ব্যস্ততম সড়ক হওয়ায় যাত্রীদের নিরাপত্তার সার্থে পুলিশ কাজ করছে।

আইএইচ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,