For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সাবেক সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ে আটাবের চিঠি

Published : Tuesday, 15 March, 2022 at 7:31 PM Count : 151

আটাব অনলাইন লিমিটেড গঠনের নামে সংগঠনের সাবেক সভাপতি এস এন মনজুর মোর্শেদ মাহবুব ও সাধারন সম্পাদক আবদুস সালাম আরেফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

চিঠিতে আটাব অভিযোগ করে, ২০১৭-২০১৯ আটাবের সভাপতি ছিলেন এসএন মনজুর মোর্শেদ মাহবুব ও মহাসচিব ছিলেন আবদুস সালাম আরেফ। তারা আটাবের নাম ব্যবহার করে স্বার্থ পরিপন্থী আটাব অনলাইন লিমিটেড কোম্পানি গঠনের জন্য ২০১৯ সালের ২৮ মার্চ জরুরি সাধারন সভা ডেকে আটাব অনলাইন লিমিটেড গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে।
এর আগে ওই বছরের ২৪ মার্চ অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় এর বিরোধিতা করে তখনকার সদস্য জিননুর আহমেদ চৌধুরী দীপু বলেছিলেন, আটাবের নামে বাণিজ্য করার অনুমতি তাদের দেয়নি। তারপর বিধিবহির্ভুতভাবে স্বার্থ পরিপন্থী এমন কোম্পানি গঠনের লক্ষ্যে তারা সে সময় আটাবের ই-মেইল, এসএমএস ও টেলিফোন ব্যবহার করে। ২০১৯ সালের ২ মে এর প্রেক্ষিতে বিভিন্ন এজেন্সি টাকা জমা দিয়ে শেয়ারের মালিক ওই সময় বিভিন্ন এজেন্সি তৎকালীন মহাসচিব আবদুস সালাম আরেফ স্বাক্ষরিত চিঠিতে ১০০ টাকা মূল্যে কমপক্ষে এক হাজার শেয়ারকেনার অনুরোধ জানানো হয়। আটাবের ব্যাংক একাউন্টে প্রায় ৩ কোটি টাকা জমা হয়।

পরবর্তীতে তা গঠন না করা হলেও ৩ কোটি টাকা তৎকালীন সভাপতি এসএন মনজুর মোর্শেদ মাহবুব, মহাসচিব আবদুস সালাম আরেফ ও সাবেক অর্থ সচিব মোহাম্মদ আবদুল হামিদের কাছে রয়েছে বলে জানিয়েছে আটাবের বর্তমান নেতৃবৃন্দ। যে সকল সদস্য নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে শেয়ার কিনেছিলেন, তারা বতর্মানে তাদের অর্থ ফেরত চাচ্ছেন। এমন বাস্তবতায় শেয়ার হোল্ডারদের ৩ কোটি টাকা আটাবের সাবেক সভাপতি এসএন মনজুর মোর্শেদ মাহবুব ও সাধারন সম্পাদক আবদুস সালাম আরেফকে শেয়ার হোল্ডারদের টাকা ফেরত দেয়ার অনুরোধ জানিয়েছে  আটাব।

এছাড়াও ওয়াহিদ ট্রাভেলস থেকে ১৯৮ জন হজযাত্রীকে সৌদি এয়ারলাইন্সে পাঠানোর জন্য আটাবের সাবেক সভাপতি এসএন মনজুর মোর্শেদ মাহবুবের সুরেশ্বর ট্রাভেলসে ৯ লাখ টাকা দিলেও তখন যাত্রী পাঠাতে ব্যর্থ হয়। পরে সে টাকা ফেরত দেয়নি ওই এজেন্সি। প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ওয়াহিদ ট্রাভেলস।

বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, সংগঠনের স্বার্থ পরিপন্থী কাজ করলে তার সদস্যপদ বাতিল হওয়ার কথা। কিন্তু তা আদৌ হয়নি।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,