For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ দিন ধরে ওটি বন্ধ

Published : Friday, 11 March, 2022 at 2:44 PM Count : 266

গাইনি সার্জন না পাওয়ায় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার ৫০ দিন ধরে বন্ধ রয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা দক্ষিণ  চরবংশী ইউনিয়ন থেকে গর্ভবতী রোগী আসমা (৩০) বলেন, এত বড় হাসপাতালে অপারেশন হয় না বলছে কতৃপক্ষ। আমাদের বাহিরে থেকে চিকিৎসা নিতে বলেছেন দায়িত্বরত চিকিৎসক। এত ব্যয়বহুল খরচ আমাদের পক্ষে খুব কঠিন হয়ে পড়েছে। 

অপারেশন কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকায় দরিদ্র গর্ভবতী রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান হেলথ কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এনসেথসিওলজি) ডা. মোবারক হোসেন। তিনি বলেন, একজন গাইনি সার্জন নিয়োগ না দেওয়া পর্যন্ত ওটি চালু করার মতো অবস্থা হয়নি। 

হাসপাতালের গাইনোকোলজিস্টকে অন্য হাসপাতালে স্থানান্তর করায় সংকট বেড়ে যায় বলে জানান রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম। তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানিয়েছি।
লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আহমেদ কবির জানান, বিষয়টি অধিদপ্তরে জানানো হয়েছে এবং দ্রুত চিকিৎসক নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন।

-ডব্লিউআর/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,