For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ হরতাল

Published : Friday, 11 March, 2022 at 2:36 PM Count : 105

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও সরকারের দুঃশাসনের প্রতিবাদে ২৮ মার্চ দেশব্যাপী সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বাম গণতান্ত্রিক জোটের সমন্নয়ক সাইফুল হোক হরতালের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলন থেকে বক্তারা বলেন, মানুষ রক্ষার আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাম জোটের পক্ষ থেকে আগামী ২৮ মার্চ দেশব্যাপী অর্ধ দিবস হরতাল ঘোষণা করা হচ্ছে। হরতাল সফল করতে সারাদেশে সভা-সমাবেশ, পদযাত্রা, মিছিল, বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের জনগণকে নিজেদের বাঁচার প্রয়োজনে হরতাল কর্মসূচি সফল করতে এগিয়ে আসার আহ্বান জানাই।
সংবাদ সম্মেলন থেকে আরও বলেন, আমরা দেশের সকল বাম প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশ প্রেমিক দল এবং নেতৃবৃন্দকে স্ব-স্ব অবস্থানে থেকে একই দিন হরতালের কর্মসূচি ঘোষণা, সমর্থন ও বাস্তবায়নে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই।
  
সাংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিবি সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্নয়ক জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।

-এনএন 

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,