For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

সজনে ডাটার কেজি ২৫০ টাকা

Published : Wednesday, 2 March, 2022 at 10:19 PM Count : 819

দেশের বাজারে চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে সজনে ডাটা। বন্দরে পাইকারি প্রতি কেজি সজনে ডাটা বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। তবে খোলা বাজারে প্রতি কেজি সজনে বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা কেজি দরে। সজনে ডাটা কিনতে বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষরা। 

হিলি স্থলবন্দর খুচরা বাজার ঘুরে দেখা যায়, এই বন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন সজনে ডাটা বোঝাই মিনি ট্রাক প্রবেশ করছে। আর এসব আমদানিকৃত সজনে ডাটা যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে। 

হিলি বাজারে ক্রেতা সাহাজন আলী বলেন, বাজারে সব জিনিসের দাম বেশি। শখের বসে একটু সজনে কিনলাম দাম অনেক বেশি। দাম বেশি হলে আমাদের জন্য একটু কষ্টকর হয়। ২৫০ গ্রাম সজনে ডাটা কিনলাম ৬০ টাকা দিয়ে। দাম কম হলে আমাদের জন্য ভালো হতো।

হিলি খুচরা বাজারের কাঁচামাল বিক্রেতা শাকিল হোসেন বলেন, বাজারে এখনও দেশীয় জাতের সজনে সরবরাহ নেই, যে কারণে ভারত থেকে আমদানি করা সজনে ডাটা আমরা বিক্রি করতেছি। খুচরা বাজারে আমরা প্রতিকেজি সজনে ডাটা বিক্রি করতেছি ২৫০ টাকা কেজি দরে। তেমন একটা চাহিদা বাজারে না থাকায় বিক্রি কিছুটা ধীরে হচ্ছে। 
সজনে আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহবুবুর আলম জানান, ঢাকাসহ দেশের বাজারে বারোমাসি সজনের চাহিদা রয়েছে। যে কারনে ভারতের নাসিক থেকে আমরা সজনে ডাটা আমদানি করতেছি। আমদানিকৃত এসব সজনে ডাটা স্থানীয় কাঁচাবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আমরা সরবরাহ করছি। বন্দর থেকে পাইকারি ১৫০ টাকা কেজি দরে সজনেগুলো বিক্রি করছি।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সজনে আমদানি স্বাভাবিক রয়েছে। সজনে যেহেতু কাঁচামাল, তাই এটি যাতে আমদানিকারক প্রতিষ্ঠান দ্রুত সময়ে বাজারজাত করতে পারে, সেদিকে লক্ষ রেখে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি।

হিলি কাস্টমসের তথ্যমতে, গেল ২০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত  ১৬টি ভারতীয় মিনি ট্রাকে ৪৫.৫৫২ মেট্টিক টন সজনে ডাটা আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। হিলি শিপিং ট্রেডিং নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান সজনেগুলো আমদানি করছে।

-জিএম/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,