For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

পটুয়াখালীতে বিএনপির কর্মসুচিতে সংর্ঘষ, আহত ১০

Published : Wednesday, 2 March, 2022 at 10:04 PM Count : 94

দুর্নীতি প্রতিরোধ ও  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে পটুয়াখালী জেলা বিএনপির কর্মসুচিতে হামলা ও সংঘর্ষে দলটির অন্তত ১০ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ৬ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি একে অপরকে দায়ী করেছে।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন জানান, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বিএনপির ডাকা কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে সমাবেশ করার উদ্যোগ নেয় জেলা বিএনপি ও অঙ্গসংগঠন। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নেতৃত্বে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বনানী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিএনপির বনানীর দলীয় কার্যালয় থেকে সরকারি কলেজের দিকে অগ্রসর হলে পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশের সঙ্গে বাক্‌বিতণ্ডার একপর্যায়ে মিছিলটি বনানী বিএনপি কার্যালয়ের কাছে পৌঁছলে উল্টো দিকে থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেছাসেবকলীগের নামধারী দুর্বৃত্তরা হামলা করে। 

তিনি দাবি করেন হামলায় বিএনপির অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছে। আওয়ামী লীগের সাথে একাট্টা হয়ে পুলিশও বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
তিনি আরও দারি করেন এই হামলায় জেলা ছাত্রদলের সভাপতি সফিউল বাশার উজ্জল, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া আহম্মেদ, বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন, কাজী মাহাবুব আলম, মীর মাকসুদুর রহমান, মো. বশির উদ্দিন, মো. মোস্তফা, মো. নুরুজ্জামান, মো. মশিউর রহমান মিলনসহ একাধিক নেতাকর্মী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
 
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিফাত হাসান সজিব জানান, সন্ধ্যায় পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্যদের সম্মানে জেলা আওয়ামী লীগ এক সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করেছে। সেই অনুষ্ঠানের আয়োজন করতে তিনিসহ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী মোটরসাইকেলযোগে বনানী এলাকা দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছেলেন। হঠাৎ তাদের মোটরসাইকেলের ওপর বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনায় তাদের দুই কর্মী আহত হয়েছে বলে জানান তিনি।

হামলার বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর জানান, বিএনপির অভ্যন্তরীন কোন্দল পটুয়াখালীতে চরম আকার ধারণ করেছে। এর আগেও তাদের এক গ্রুপের কর্মসূচিতে অন্য গ্রুপ হামলা করেছে। আজকেও সেই একই ঘটনা ঘটেছে। হামলার সাথে আওয়ামী লীগের কোনো সদস্য জড়িত নয় বলে দাবি করেন তিনি।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, বিএনপির মিছিলটি বনানী চত্বরে পৌঁছলে অজ্ঞাত ব্যক্তিরা মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের ধাওয়া করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হামলা ও সংঘাতের ঘটনা ঘটে। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠি চার্জ করে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমান পরিরস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। 

-এমপি/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,