For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

আদালতের নির্দেশ না মানায় ৭ ট্যানারির বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন

Published : Tuesday, 1 March, 2022 at 9:38 PM Count : 124

আদালতের নির্দেশনা না মানায় সাভারে বিসিক চামড়া শিল্প নগরীতে (ট্যানারি) অভিযান চালিয়ে ৭ ট্যানারির পানি-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। 

হাইকোর্ট বিভাগের নির্দেশনা অমান্য করে অপরিশোধিত তরল বর্জ্য পার্শ্ববর্তী ধলেশ্বরী নদীতে ফেলে দূষণ করায় পানি-বিদ্যুৎ বিচ্ছিন্নকরণসহ ট্যানারিসমূহের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় আইনগত সহযোগিতা দেয়।

ট্যানারিগুলো হলো- মেসার্স সিটি লেদার, ইউসুফ ব্রাদার্স টেনারিজ প্রা. লি., মেসার্স সাথী লেদার লি., গ্রেট ইস্টার্ণ ট্যানারি প্রা. লি., বাংলা ট্যান লেদার প্রোডাক্টস লি., ফেনী লেদার লি., মেসার্স পূবালী ট্যানারি লিমিটেড।

পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাইকোর্ট বিভাগের নির্দেশনা অমান্য করে অপরিশোধিত তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে পার্শ্ববর্তী ধলেশ্বরী নদী দূষণ করায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুরে অবস্থিত বিসিক চামড়া শিল্প নগরীতে অভিযান চালানো হয়। এ সময় সাতটি ট্যানারির সেবা সংযোগ (পানি ও বিদ্যুৎ) বিচ্ছিন্নকরণপূর্বক ট্যানারিসমূহের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ ধরনের দূষণকারী ট্যানারিসমূহের বিরুদ্ধে ভবিষ্যতেও এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, রবিউল আওয়াল খান, হায়াত মাহমুদ রকিব ও পরিদর্শক প্রতীক ইসলাম উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন। 

-ওএফ/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,