For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

বাংলাদেশকে হারিয়ে দিল আফগানরা

Published : Monday, 28 February, 2022 at 7:46 PM Count : 251

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪৬.৫ বল খেলে মাত্র ১৯২ রান করেই অলআউট হয় টাইগাররা। জবাবে আফগানিস্তান তিন উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় ৪০.১ ওভার খেলেই। মানে প্রায় দশ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় তারা।
এদিকে আফগানরা শেষ ম্যাচে জয় তুলে নেওয়ায় বাংলাদেশ এখন সিরিজ জিতল ২-১ ব্যবধানে।

আফগানিস্তানকে এমন সহজ জয় এনে দিতে সবচেয়ে বড় অবদান রাখেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তিনি ১১০ বল খেলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন রহমত শাহ। তিনি ৬৭ বল খেলে ৪৭ রান করেন।   এছাড়া তাদের আরেক ওপেনার রিয়াজ হাসান ৪৯ বল খেলে  ৩৫ রান করেন।

রিয়াজ ও  গুরবাজ উদ্বোধনী জুটিতেই দলকে ৭৯ রান এনে দেন। ফলে তারা পরবর্তীতে খুব সহজ জয় তুলে নেয়।

এদিকে এর আগে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালোই হয়। বাংলাদেশের প্রথম দুটি উইকেটের পতন ঘটে ১০৬ রানে। কিন্তু এরপর ব্যাটিংয়ে ধস নামে তাদের।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৬.৫ ওভারে ১৯২ (তামিম ১১, লিটন ৮৬, সাকিব ৩০, মুশফিক ৭, ইয়াসির ১, মাহমুদউল্লাহ ২৯*, আফিফ ৫, মিরাজ ৬, তাসকিন ০, শরিফুল ৭, মোস্তাফিজ ১; ফারুকি ৭.৫-০-৩৩-১, মুজিব ৮-০-৩৭-০, ওমরজাই ৬-০-২৯-১, নাইব ৫-০-২৫-০, রশিদ ১০-০-৩৭-৩, নবি ১০-০-২৯-২)

আফগানিস্তান: ৪০.১ ওভার ১৯৩/৩ (গুরবাজ ১০৬, রিয়াজ ৩৫, রহমত শাহ ৪৭, হাসমতউল্লাহ ২, নাজিবউল্লাহ ২; সাকিব আল হাসান ১০-০-৪৭-১, মেহেদি হাসান ৮.১-১-৩৭-২)

এসআর

আফগানিস্তানের লক্ষ্য ১৯৩ রান

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,