For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

চৌগাছা প্রাণীসম্পদ অফিস কী শুদ্ধাচারের বাইরে?

Published : Sunday, 27 February, 2022 at 8:27 PM Count : 250

যশোর জেলার চৌগাছা উপজেলা প্রাণীসম্পদ অফিস কি সরকারের জাতীয় শুদ্ধাচার কৌশলের বাইরে? যদি তা নাহয়, তাহলে উপজেলা নৈতিকতা কমিটির সদস্য হয়েও ওই অফিসের সামনে শুদ্ধাচার কৌশলের যন্ত্র বা এনআইএস টুলস ব্যবহার করেন না কেন উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী ?

এমন একটি অভিযোগকে কেন্দ্র করে উপজেলার সমস্ত সরকারি অফিস ঘুরে জানা যায়, শুধু এই একটি অফিস ছাড়া শুদ্ধাচার কৌশল প্রয়োগে দৃশ্যমান এগিয়ে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্যরা।

শুদ্ধাচার যার মানে বিশুদ্ধতায় পূর্ণ। বাংলায় শুদ্ধাচার বলতে সাধারণভাবে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণ ও উৎকর্ষকে বোঝায়। ব্যক্তি পর্যায়ে এর অর্থ হলো কর্তব্যনিষ্ঠা ও সততা, তথা চরিত্রনিষ্ঠা। আর জনগণের সেবাদানই যাদের কর্তব্যকর্ম, তাদের সৎ মানুষ হিসেবে দায়িত্বশীলতার নিদর্শন রাখতেই এই শুদ্ধাচার বাস্তবায়নে উদ্যেগ গ্রহণ করেছে সরকার।

ইতোমধ্যে শুদ্ধাচার বাস্তবায়নে সারাদেশে ৮টি উপজেলাকে পাইলট প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১৯ সালে শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন প্রকল্পের ফেস-২-তে যশোরের চৌগাছা উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়। সে বছর ডিসেম্বরে উপজেলার ডিভাইন সেন্টারে একদিনের একটি কর্মশালায় শুদ্ধাচার বাস্তবায়নের কৌশল সম্বন্ধে ব্যাপক আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে উপজেলা নৈতিকতা কমিটি গঠন করা হয়। তারপর থেকে অদ্যবধি উপজেলাতে শুদ্ধচার কৌশলের উপর কয়েকটি কর্মশালা এবং সভাও অনুষ্ঠিত হয়েছে। যে কারণে ইতোমধ্যে উপজেলার প্রায় সবকটি সরকারি অফিসের সামনে এনআইএস টুলস দৃশ্যমান রয়েছে। সেগুলোর মধ্যে সিটিজেন চার্টার, হেল্প ডেস্ক এবং আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত শ্লোগান উল্লেখযোগ্য।
সরেজমিনে দেখা যায়, উপজেলা চেয়ারম্যান ও  নির্বাাহী কর্মকর্তার কার্যালয়ে উঠতেই সিঁড়ির পাশেই রয়েছে হেল্প ডেস্ক। তাদের কার্যালয়ের সামনেই দেয়ালে ঝোলানো সিটিজেন চার্টার দেখে মানুষ সহজেই বুঝতে পারবেন, এই অফিসে তিনি কি কি সাহায্য পাবেন। এছাড়া সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলি, কৃষি, মৎস্য, আনসার ভিডিপি, সমবায়, সমাজসেবা, পল্লী ভবন, যুব অধিদপ্তর, হিসাবরক্ষন, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মহিলাবিষয়ক কর্মকর্তা, সাব রেজিস্ট্রি অফিসসহ প্রায় সকল অফিসের সামনেই সিটিজেন চার্টারসহ এনআইএস টুলস বা জাতীয় শুদ্ধাচার কৌশলের যন্ত্রগুলো দৃশ্যমান। বিশেষ করে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে স্টিলের সাইন বোর্ড আকারে এবং সরকারি কর্মকর্তাদের সম্বন্ধে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক বাণী এখনো জ্বলজ্বল করছে।

তবে এতো কিছুর পরেও উপজেলা প্রাণীসম্পদ অফিসের সামনে সেই শুদ্ধাচারের কিছুই মিলল না। শুদ্ধাচার যন্ত্র বা এনআইএস টুলস আপনার অফিসের সামনে কেন নেই জানতে চাইলে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী বলেন, আমার অফিসের ভিতরে আছে। আমি আপনার অফিসে গিয়েছিলাম বলতেই তিনি বলেন, ও ওসব আমার অফিসে নাই। কেন নেই আপনিও তো উপজেলা নৈতিকতা কমিটির সদস্য প্রশ্নের পরপরই তিনি বলেন, না মানে এনআইএস টুলস (সিটিজেন চার্টার) বানাতে দিয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, বিষয়টি নিয়ে আমি ওনার সাথে কথা বলবো। তবে সিটিজেন চার্টার নেই কেন, এটাতো থাকার কথা বলেও মন্তব্য করেন তিনি।

-জেডআর/এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,