For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

চেয়ারম্যান হলেন একই কলেজের ৩ শিক্ষক

Published : Wednesday, 29 December, 2021 at 10:23 PM Count : 118

রাজশাহীবাঘায় একই কলেজের তিন শিক্ষক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ নিজ এলাকায় চেয়ারম্যান পদে নির্বাচন করে তারা বিজয়ী হন। 

নির্বাচিত তিন জনই বাঘা উপজেলার বাউসা মহাবিদ্যালয়ের শিক্ষক।

খোঁজ নিয়ে জানা যায়, চতুর্থ ধাপের নির্বাচনে বাউসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর মোহাম্মদ তুফান আ'লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে আট হাজার ১৬৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত আইন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।

নুর মোহাম্মদ তুফান বাউসা ইউনিয়ন পরিষদে নির্বাচনকালীন আ'লীগের দলীয় প্রার্থীর ওপর হামলা মামলায় বর্তমানে জেল হাজতে রয়েছেন। তিনি জেল থেকে নির্বাচন করে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন। 
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ'লীগের প্রার্থী উপজেলা আ'লীগের দফতর সম্পাদক শফিকুর রহমান শফিক নৌকা প্রতীকে পেয়েছেন পাঁঁচ হাজার ৪২৮ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৫৬৫ জন। নুর মোহাম্মদ তুফান রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষক ও অধ্যক্ষ।

অপরদিকে, একই কলেজের শিক্ষক রফিকুল ইসলাম রফিক আড়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীক নিয়ে চার হাজার ৪২২ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বাউসা মহাবিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন আনারস প্রতীকে ভোট পেয়েছেন দুই হাজার ৯২৪। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা নয় হাজার ১৩০ জন। রফিকুল ইসলাম রফিক আড়ানী ইউনিয়ন আ'লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান।

এদিকে, একই কলেজের বাংলা বিষয়ের শিক্ষক মোখলেসুর রহমান লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের তৃতীয় ধাপের নির্বাচনে আ'লীগের দলীয় নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তিনি আ'লীগের দলীয় নৌকার প্রার্থী ইমদাদুল হক মিলনকে পরাজিত করেন।

মোখলেসুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ছয় হাজার ৮৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ'লীগের প্রার্থী হিসেবে ভোট পেয়েছেন তিন হাজার ৯১৪টি। মোখলেসুর রহমান আড়বাব ইউনিয়ন আ'লীগের বহিস্কৃত সভাপতি ও লালপুর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ছিলেন।

এ বিষয়ে আড়ানী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও বাউসা মহাবিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম রফিক বলেন, আমরা একই কলেজে আলাদা বিষয়ে শিক্ষকতা এবং আ'লীগের রাজনীতি করি। আমরা আলাদা ইউনিয়ন থেকে আ'লীগের দলীয় মনোনয়ন চেয়ে আমি নৌকার প্রার্থী হিসেবে মনোনীত হলেও অন্য দু'জন মনোনীত না হয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে তিন জনই চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।

-আরএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,