For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

ঢাবির প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

Published : Tuesday, 28 December, 2021 at 3:50 PM Count : 151

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী বছরের ১ জানুয়ারি থেকে শুরু হবে। 

এদিন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ক্লাস শুরুর মধ্যদিয়ে চলতি বছরের শ্রেণি পাঠদান শুরু হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

১৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিটের প্রধানদের সভায় এ সিদ্ধান্ত হয়। আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত তারিখ অনুযায়ী চারুকলা অনুষদের বিভাগগুলোতে ২০২২ সালের ১ জানুয়ারি ক্লাস শুরু হবে। বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ও ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগ, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট এবং লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ক্লাস শুরু হবে ৯ জানুয়ারি। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ক্লাস শুরু হবে ১৬ জানুয়ারি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি কার্যক্রম ৭ জানুয়ারির মধ্যে এবং কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি কার্যক্রম ১৩ জানুয়ারির মধ্যে সম্পন্ন করা হবে। এ ছাড়া বিভিন্ন কোটায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচন আগামী ৬ জানুয়ারির মধ্যে সম্পন্ন করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

গত অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫টি ইউনিটে ৭ হাজার ১৪৮টি আসনের বিপরীতে এবার মোট আবেদন পড়েছিল ৩ লাখ ২৪ হাজার ৩৪০টি। পরীক্ষাকে কেন্দ্র করে এবার কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

-এনএন

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,