For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

জয়পুরহাটের ৮ ইউনিয়নে নৌকার জয়

Published : Monday, 27 December, 2021 at 1:43 PM Count : 398

জয়পুরহাট সদর উপজেলার নয় ইউনিয়নের মধ্যে আট ইউনিয়নে আ'লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীরা জয় লাভ করেছেন।

রোববার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।

নৌকা প্রতীক নিয়ে বিজয়ীরা হলেন- দোগাছী ইউনিয়নে সামছুল আলম সুমন, চকবরকত ইউনিয়নে মো. শাজাহান আলী, ভাদসা ইউনিয়নে ছরোয়ার হোসেন স্বাধীন, মোহাম্মাদাবাদ ইউনিয়নে মো. আতাউর রহমান, পুরানাপৈল ইউনিয়নে খোরশেদ আলম, বম্বু ইউনিয়নে মোল্লা সামছুল আলম ও আমদই ইউনিয়নে শাহনুর রহমান সাবু। 

অপরদিকে, ধলাহার ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীকে ১২ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয় লাভ করেছে চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক। এখানে অল্প ভোটের ব্যবধান হওয়ায় একাধিক বার ভোট গণনা করার কারণে ফলাফল ঘোষণা করতে দেরি হয়।
ধলাহারে নৌকা প্রতীকের প্রার্থী কোরবান আলী পেয়েছেন পাঁচ হাজার ৮৮৬ ভোট ও বিজয়ী স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকে তোজাম্মেল হক পেয়েছেন পাঁচ হাজার ৮৯৮ ভোট। তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নে একাধিক বার চেয়ারম্যান ছিলেন।

এদিকে, জামালপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের হাসানুজ্জামান মিঠু নির্বাচিত হয়েছেন। নয় ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা হচ্ছে এক লাখ ৭৯ হাজার ৪৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৯০ হাজার ৮৩০ জন ও মহিলা ভোটার ৮৮ হাজার ৬৬৮ জন। মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৫১৬ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩২ জন, সংরক্ষিত আসনে (মহিলা) সদস্য পদে ১৩৩ জন ও সাধারণ সদস্য পদে রয়েছেন ৩৫১ জন।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার সদস্য দায়িত্ব পালন করে। এছাড়াও র‌্যাব ও বিজিবি টহল ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ছিলেন। 
  
জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা বলেন, নির্বাচন সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের জন্য প্রিজাইডিং অফিসার ৮৬ জন, সহকারি প্রিজাইডিং অফিসার ৫০৩ জন ও পোলিং অফিসার রয়েছেন এক হাজার ছয় জন।

-এসআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,